শেষ আপডেট: 29th March 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ৩৪ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে ঘোরা-ফেরা করছে হুগলির তাপমাত্রা। আগামী কয়েকদিন আরও বাড়তে পারে। এই গরমে তেতে পুড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল-বিজেপি দুই দলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়। শরীর সুস্থ রাখতে খুবই সচেতন দুজনেই।
বৃহস্পতিবার চৈত্রে চরম গরমে সকাল থেকে প্রচারে নেমেছিলেন দুই প্রতিদ্বন্দ্বী। গরমে শরীর সুস্থ রাখতে কী খাওয়া-দাওয়া করেছেন, জানতে চাইলে রচনা বলেন, 'হালকা খাবারই খাচ্ছি। ডাবের জল, ফল, হালকা-সিদ্ধ খাবার। বেশি করে জলও খাচ্ছি।' বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অবশ্য বলেন, এত নিয়ম মানার ব্যাপার নেই। পান্তা ভাত, মুড়ি বাতাসা এসবই খাচ্ছেন।
এদিন সকাল থেকে চড়া রোদ মাথায় নিয়ে প্রচারে বেরিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। পোলবার সুগন্ধা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে তিনি জনসংযোগ করেন। দোগাছিয়া গ্রামে তৃণমূল কর্মীদের খাবার পরিবেশন করেন। অন্যদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন সকালে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভে সামিল হয়েছিলেন। চুঁচুড়া ও চন্দননগরে জনসংযোগ করেন।