শেষ আপডেট: 11th March 2025 16:55
দ্য ওয়াল ব্যুরো: ফের বেপরোয়া গতির সাক্ষী থাকল কলকাতা (Kolkata)।
লরির সঙ্গে বাইকের রেষারেষি। আর তার পরিণতিতে লরির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসে। পরে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে ঘাতক লরিটিকে আটক ও তার চালককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন পার্ক সার্কাসের ৪ নম্বর পয়েন্ট থেকে একটি লরি এবং বাইক রেষারেষি করে সেভেন পয়েন্টের দিকে এগোচ্ছিল। কিছু পরেই দুটির মধ্যে ধাক্কা লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
এর আগে রবিবার রাতে বেপরোয়া বাইকের সাক্ষী থেকেছে কসবা। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ শীতলামন্দির মোড়ের কাছে বেপরোয়া বাইক রাস্তা থেকে ফুটপাতে উঠে আসে। তার ধাক্কায় গুরুতর জখম হয় সাত বছরের এক শিশু। বাইক আরোহী এবং ওই শিশু দুজনের অবস্থায় আশঙ্কাজনক।
তার আগে শহরে একাধিকবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কখনও বাসে বাসে, কখনও বা বাসের সঙ্গে লরি। রেষারেষির জেরে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রসঙ্গত, বেপরোয়া গতিতে লাগাম পরাতে দুর্ঘটনা ঘটলে চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার হুঁশিয়ারিও দিয়েছে সরকার। ইতিমধ্যে লাগামছাড়া গতিতে রাশ টানতে পুলিশি ধরপাকড়ও শুরু হয়েছে। তারপরও পরিস্থিতির যে বিশেষ বদল ঘটেনি, তা এদিনের ঘটনা থেকেই স্পষ্ট বলে মনে করা হচ্ছে।