শেষ আপডেট: 8th August 2022 11:20
রবীন্দ্রনাথের ৮১তম প্রয়াণ বার্ষিকী (Rabindranath Death Anniversary) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি (Dona Ganguly)। তাঁর নৃত্য প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে এবার যোগ দেবেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা 'দক্ষিণায়ন ইউকে'-র প্রাণপুরুষ ডক্টর আনন্দ গুপ্তও। নয়াদিল্লিতে নিবেদিত হবে, রবীন্দ্রনৃত্যগীতি আলেখ্য, 'দ্য প্যাঙ্গস অফ পেইন'। আয়োজন করেছেন রবীন্দ্র কিশোর সরকার।
রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু এসেছে বারবার। তিনি জীবনস্মৃতি লিখতে গিয়ে বর্ণনা করেছেন মায়ের মৃত্যুর সেই শেষযাত্রার মুহূর্তগুলো। পরে প্রিয় বৌঠানের চলে যাওয়া, একে একে সন্তানদের মৃত্যু, কাছের সতীর্থদের প্রয়াণ শোকার্ত কবির লেখনীকে আরও পরিণত করেছে। তাঁর গানে ধরা দেয় গভীর জীবনবোধের অভিব্যক্তি। সেই গান আজও নানা ভাবে বাঙালি রবীন্দ্রপ্রেমী মানুষদের জীবনে উত্তরণের পথ দেখায়। মন খারাপের দিনে মনোবল জোগায়।
রবীন্দ্র সৃষ্টিতে সেইসব যন্ত্রণার প্রকাশ নিয়েই 'দ্য প্যাঙ্গস অফ পেইন'।
ডোনা গাঙ্গুলি জানালেন, 'বাইশে শ্রাবণ এমন একটা দিন, যা আপামর বাঙালির মনকে ভারাক্রান্ত করে তোলে। উনি মৃত্যুকে অনেক কাছ থেকে বারেবারে দেখেছেন। রবিঠাকুর যে মনের জোরের পরিচয় দিয়েছেন সেই সব কঠিন সময়ে, তা যেন আমাদের অনুপ্রেরণা। কঠিন সময়ে লড়াইয়ের শক্তি। আমরাও তো করোনা কালে অনেক প্রিয়জনকে হারিয়েছি।'
ডক্টর আনন্দ গুপ্ত বলেন, 'আসলে মৃত্যু জীবনের অন্যতম বড় সত্যি। এটাকে সহজে মেনে নেওয়ার জন্য যে জীবনবোধ প্রয়োজন, তা ওঁর গানে পাওয়া যায়। সেই জীবনীশক্তিকেই আমরা উদযাপন করব।'
করোনার তৃতীয় ঢেউ সামলে ইতিমধ্যেই কলকাতা এবং শান্তিনিকেতনে ডক্টর আনন্দ গুপ্ত এবং ডোনা গাঙ্গুলির যৌথ প্রচেষ্টায় নিবেদিত হয়েছিল রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, 'মায়ার খেলা'। এবার দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতায় হয়ে গেল পরবর্তী নৃত্যনাট্য 'দ্য প্যাঙ্গস অফ পেইন'-এর মহড়া। উপস্থিত ছিলেন ডোনা গাঙ্গুলি, আনন্দ গুপ্ত-সহ অন্যান্য নৃত্যশিল্পীরা।
আগামীকাল, সোমবার, ৮ অগস্ট, নয়াদিল্লির এলটিজি হলে সন্ধে ৭টায় অনুষ্ঠিত হবে এই নৃত্য গীতি আলেখ্য, 'দ্য প্যাঙ্গস অফ পেইন।'
পাটের শাড়ি পরে ফোটোশ্যুট মনামীর, ‘গরিবের উরফি’ খুঁজে পেলেন ট্রোলবাজ নেটিজেনরা