ফের রাজ্য পুলিশে রদবদল।
ফাইল ছবি।
শেষ আপডেট: 14 June 2025 04:49
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্য পুলিশে রদবদল। মহেশতলার এসডিপিও (Maheshtala SDPO) এবং রবীন্দ্রনগর থানার ইন্সপেক্টর ইন চার্জ (আইসি) কে বদলি করা হল। একই সঙ্গে মালদহের রতুয়ার আইসি এবং সিআইকেও বদলি করা হয়েছে।
রবীন্দ্রনগর থানার ইন্সপেক্টর ইন চার্জ (Rabindranagar IC) মুকুল মিঁয়াকে দার্জিলিঙে পাঠানো হয়েছে। সেই জায়গায় আনা হয়েছে মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজনকুমার রায়কে। এ ছাড়াও মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে বদলি করা হল স্টেট আর্মড পুলিশ (SAP)-র তৃতীয় ব্যাটেলিয়ানের সহকারী কমান্ডান্ট পদে। মহেশতলার নতুন এসডিপিও হলেন সৈয়দ রেজাউল কবীর। তিনি রাজারহাট থানার আইসি ছিলেন।
দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিকেলের পর থেকে অশান্ত হয়ে ওঠে মহেশতলা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী। প্রায় গভীর রাত পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিল। শনিবারও এলাকায় পুলিশি টহল চলছে।
ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। সরব হয়েছিলেন বিরোধীরা। এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধেও গাফিলতির প্রমাণ এলে পদক্ষেপ করা হবে বলে সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী এবং অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে। তারপরই রবীন্দ্রনগর থানার আইসি বদলি হওয়ায় অনেকেই বিষযটিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন। যদিও অফিসিয়ালি পুলিশের তরফে বলা হচ্ছে, এটি রুটিন বদলি।