শেষ আপডেট: 11th August 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর। আরজি কর হাসপাতালের মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হল সঞ্জয় বশিষ্ঠকে। তাঁকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক হিসাবে পাঠানো হয়েছে। আরজি করের নতুন উপাধ্যক্ষের দায়িত্ব সামলাবেন বুলবুল মুখোপাধ্যায় স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই খবর।
তবে এতে সন্তুষ্ট নন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাইছেন। তাঁদের অভিযোগ, এখনও পর্যন্ত কেন ময়নাতদন্তের রিপোর্ট অফিসিয়ালি সামনে আনা হল না? তাহলে কী এই ভাবে একজন চুনোপুঁটিকে ধরে রাঘোব-বোয়ালকে আড়াল করা চেষ্টা করা হচ্ছে? তাই সুপারের বিরুদ্ধে স্বাস্থ্যদফতর ব্যবস্থা নিলেও তাঁরা আন্দোলন থেকে এখুনি সরে আসতে নারাজ। সোমবার দেশ জুড়ে আন্দোলনে নামে চলেছেন ডাক্তারদের সংগঠন।
আন্দোলনকারী ডাক্তারদের দাবি, এই ঘটনায় এসআইটি গঠন করে যে তদন্ত করা হচ্ছে, তাতে তাঁরা আস্থা রাখতে পারছেন না। এসআইটির তথ্য প্রমান ও তদন্তের গতিবিধি সামনে আনার দাবিও রাখছেন। তাই জুডিশিয়াল তদন্তের দাবি জানিয়েছে। চেস্ট মেডিসিন বিভাগের প্রধানেরও অপসারণও চেয়েছেন। পাশাপাশি মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন।
রবিবারও জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতিতে ছিলেন। ফলে ধাক্কায় খায় চিকিৎসা পরিষেবা। রোগীদের পরিষেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায়। যদিও আন্দোলনকারীদের দাবি, তাদের আন্দোলনের জন্য চিকিৎসা পরিষেবা সেবায় কোনও সমস্যা হচ্ছে না। তবে রবিবার থেকে জরুরি বিভাগের পরিষেবা বন্ধের ঘোষনা করেছেন জুনিয়ার ডাক্তাররা।