শেষ আপডেট: 14th August 2024 19:09
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর-কাণ্ডে অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত এ হাসপাতাল-ও হাসপাতাল ঘুরতে হল সিবিআই আধিকারিকদের। মঙ্গলবার হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই বুধবার সকালে সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নেয়। তারপরেই শুরু হয় তার মেডিক্যাল করানোর উদ্যোগ।
প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল জোকার ইএসআই হাসপাতালের দিকে। গত কয়েকদিন ধরে এখানেও বিক্ষোভ চলছে। জোকার দিকে অভিযুক্তকে নিয়ে যাওয়ার খবরে সেখানে আন্দোলনের তীব্রতা বাড়ে। এমন অবস্থায় জোকা ইএসআই যাওয়ার আগেই মাঝপথে গাড়ি ঘুরিয়ে নেয় সিবিআই।
মাঝ রাস্তা থেকেই গাড়ি ঘুরিয়ে অভিযুক্তকে নিয়ে কমান্ড হাসপাতালের দিকে যান সিবিআই অফিসাররা। কিন্তু সেখানেও আরজি কর-কাণ্ডে ধৃতের স্বাস্থ্যপরীক্ষা হয়নি। এর কারণ নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। শেষপর্যন্ত রেলের বিআর সিংহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। যদিও জোকা ইএসআই হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকরা দাবি করেন, তাঁদের আন্দোলনের সঙ্গে অভিযুক্তকে জোকা ইএসআইতে না নিয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। কারণ তাঁরা কখনই বলেননি, অভিযুক্তকে হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না। তাঁদের আন্দোলন যেমন চলছিল, তেমনই চলছে।
শুক্রবার ভোরে হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় সেমিনার রুম থেকেই উদ্ধার হয়েছিল পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবারই এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। তারপরেই বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিশেষ দল।