শেষ আপডেট: 18th October 2024 09:27
দ্য ওয়াল ব্যুরো: নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী তথা ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। প্রথমে তাঁর পরিবারের তরফে বিষ খাইয়ে খুনের অভিযোগ করা হয়েছে। এবার ময়নাতদন্তের রিপোর্টেও একইরকম ইঙ্গিত মিলেছে। পূর্ণিমা কান্দুর পেটে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা।
ঝালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন পূর্ণিমা কান্দু। পুজোর মধ্যেই তাঁর মৃত্যু হয়। কিন্তু এই মৃত্যু স্বাভাবিক নয় বলেই দাবি করেছিল কান্দু পরিবার। দেওরপো মিঠুনের দাবি ছিল, 'স্লো পয়জন' করা হয়েছিল কাকিমাকে। বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সেই অভিযোগই সত্যি বলে মনে করা হচ্ছে।
পূর্ণিমা কান্দুর মৃত্যু ঠিক কী কারণে হয়েছে তা এখনই অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয় তাহলে তিনি নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন, নাকি সত্যিই কেউ তাঁকে বিষ খাইয়ে খুন করেছে, তা তদন্তসাপেক্ষ। পরিবারের তরফে অভিযোগ করা হলে পুলিশ এই বিষয়টি তদন্ত করবে। তবে সূত্রের খবর, খুব তাড়াতাড়িই পুলিশ অভিযোগ করবে কান্দু পরিবার।
নবমীর রাতে মৃত্যু হয়েছিল পূর্ণিমা কান্দুর। পরিবার সূত্রে খবর, ছেলে ও মেয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিল। তাঁরা ফিরে দেখে ঘরে ঢুকে দেখে মা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপরই প্রতিবেশীদের সাহায্যে তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা পূর্ণিমাকে মৃত বলে ঘোষণা করেন।
২০২২ সালের ১৩ মার্চ বাড়ির অদূরে আততায়ীদের গুলিতে মারা গিয়েছিলেন তপন কান্দু। কংগ্রেসের তরফে তৃণমূলের দিকে অভিযোগ তোলা হয়েছিল। শোরগোল তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। আদালতের নির্দেশে রাজ্য পুলিশ তদন্তভার হস্তান্তর করে সিবিআইকে। ওই ঘটনায় জেলে রয়েছেন সাত জন।