শেষ আপডেট: 1st August 2023 11:02
দ্য ওয়াল ব্যুরো: কেরল (Kerala) নাকি ভারতের রাজ্যগুলির মধ্যে অনেকটাই প্রগতিশীল, এমনটাই শোনা যায়। সেকথা যে বহুলাংশেই সত্যি, তার প্রমাণ মিলল ফের। দেশের মধ্যে এই রাজ্যেই প্রথম রূপান্তরকামী এবং কুইয়ারদের কথা ভেবে লিঙ্গনিরপেক্ষ হাসপাতাল (queer-friendly hospitals) খোলার কথা ভাবছে পিনারাই বিজয়ন সরকার।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একথা ঘোষণা করেছেন। 'এই সরকার প্রকৃত অর্থে রূপান্তরকামী সম্প্রদায়ের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসা এবং শুশ্রূষাক্ষেত্রে এই প্রথম রূপান্তরকামীদের জন্য সংরক্ষণের কথা ভাবছি আমরা,' জানিয়েছেন তিনি।
উল্লিখিত জেলাগুলিতে ইতিমধ্যেই এই নতুন উদ্যোগকে সফল করতে ট্রান্সজেন্ডার কমিউনিটি লিংক ওয়ার্কার প্রজেক্ট শুরু করা হয়েছে। এই প্রকল্পের কর্মীরা রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষ এবং স্বাস্থ্য পরিষেবার মধ্যেকার ফাঁকটুকু পূরণ করার চেষ্টা করবেন। সমাজে রূপান্তরকামীরা যে বিভিন্ন রকমের বৈষম্য এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হন, তা দূর করে তাঁদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সেতু হিসেবে কাজ করবেন তাঁরা।
'কুইয়ার-ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ' বাস্তবায়নের মাধ্যমে কেরালা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার চেষ্টা করছে। এই উদ্যোগ যে শুধুই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের চেষ্টা করে, তা নয়। বরং তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী এবং কুইয়ার সম্প্রদায়ভুক্ত মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপ একটি মাইলফলক হয়ে থাকবে।
'আপনি দায়িত্ব পালন করেননি, আদালত কেন শুনবে আপনার কথা', উলুবেড়িয়ার বিডিওকে কোর্ট