শেষ আপডেট: 8th September 2022 14:56
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা হঠাৎ করেই খারাপ হয়েছে। ৯৬ বছর বয়সী রানিকে (Queen Elizabeth) চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বাকিংহাম রাজভবন এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে রানির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন।
রানির আকস্মিক অসুস্থতার খবরে ইতোমধ্যেই রাজপরিবারের চার সন্তান ও নাতি-নাতনিরা স্কটল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন। রানির বড় ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা রাজপরিবারের স্কটিশ বাসভবন বালমোরাল ক্যাসেলে যাচ্ছেন। রানি (Queen Elizabeth) বর্তমানে বালমোরাল ক্যাসেলে তার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের সঙ্গে রয়েছেন।
বুধবার চিকিৎসকদের বিশ্রামে থাকার পরামর্শ মেনে মন্ত্রিসভার অনলাইন বৈঠকে অংশ নেওয়া থেকে বিরত থাকেন রানি। তার আগের দিন, মঙ্গলবার বালমোরাল ক্যাসেলে কনজারভেটিভ পার্টির নেত্রী লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন রানি। ব্রিটেনের রানির সাথে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাক্ষাৎতের ছবি বাকিংহাম প্যালেস থেকে প্রকাশ করা হয়।
গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের। এর মধ্যে অন্যতম শারীরিক জটিলতা হল, তিনি বেশি দূরত্বে হাঁটতে ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না। রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
বাগুইআটির ‘জামাই’–এর বউ রয়েছে বিহারেও, ভিনরাজ্যে নজর সিআইডির