শেষ আপডেট: 13th December 2021 07:37
দ্য ওয়াল ব্যুরো: তিন দশক আগে কমিউনিজমের (communism) অন্যতম সাবেক দুর্গ (citadel) সোভিয়েত ইউনিয়ন (ussr)ভেঙে টুকরো টুকরো (fall)হয়ে যাওয়ার জেরে অবর্ণনীয় দুর্ভোগ, আর্থিক অনিশ্চয়তা, বিপর্যয়ের (disaster) মধ্য়ে পড়তে হয়েছিল খণ্ড খণ্ড হওয়া প্রদেশগুলির জনগণকে (people)। কমিউনিজম থেকে পুঁজিবাদী (capitalism) ব্যবস্থায় রূপান্তরের সেই পর্ব মোটেই সুখকর ছিল না। শুনলে হয়তো বিশ্বাসই করতে চাইবেন না যে, বিপর্যয়ের আঁচ লাগা সেই অসংখ্য মানুষের একজনের নাম ভ্লাদিমির পুতিন (putin)! বর্তমান রুশ প্রেসিডেন্ট। দুনিয়ার শক্তিধর রাষ্ট্রনেতাদের অন্যতম। সে সময় তাঁকে পেট চালানোর প্রয়োজনে ট্যাক্সি (cab)পর্যন্ত চালাতে হয়েছিল বলে জানিয়েছেন সোভিয়েত ইউনিয়নেক কেজিবি গোয়েন্দা (kgb) সংস্থার প্রাক্তন এজেন্ট পুতিন! ব্রডকাস্টার চ্যানেল ওয়ান রাশিয়া-রিসেন্ট হিস্টরি নামে একটি ছবি বানাচ্ছে। তার কিছু অংশ প্রকাশ করেছে সরকারি রুশ সংবাদ সংস্থা রিয়া নোভস্তি। সেখানে পুতিন মন্তব্য করেছেন সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের কাছে তিন দশক আগের সেই বিভাজন একটা ট্র্যাজেডি হয়ে রয়েছে। অতীতেও সোভিয়েতের পতনে দুঃখ প্রকাশ করেছেন তিনি। আলোচ্য ছবিতে পুতিনকে উদ্ধৃত করে বলা হয়েছে, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আসলে মানে কী? তা হল সোভিয়েত ইউনিয়ন নামের আড়ালে ঐতিহাসিক রাশিয়ার পতন। সোভিয়েত ইউনিয়নের অনুগত সেবক হিসাবে পুতিন তার পতনে শোকে, হতাশায় একবার বলেছিলেন, এ হল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় 'ভূ-রাজনৈতিক বিপর্যয়'। প্রাক্তন সোভিয়েত প্রদেশগুলি ও রাশিয়ায় পশ্চিমী শক্তিগুলির প্রভাব, দাপট বাড়ানোর প্রয়াস সম্পর্কেও সাবধানী পুতিন। চলতি সপ্তাহেই রাশিয়া দাবি তুলেছে, ন্যাটোকে জর্জিয়া, ইউক্রেনের সামনে তার দরজা খুলে দেওয়ার ২০০৮ সালের সিদ্ধান্ত সরকারি ভাবে বাতিল করতে হবে। ওই তথ্যচিত্রের অংশ উদ্ধৃত করে রিয়া নোভস্তি জানিয়েছে, পুতিন দুপয়সা বেশি রোজগার করতে কখনও কখনও ট্যাক্সি চালিয়েছেন। পুতিন নিজে মুখে বলেছেন, সত্যি কথা বললে শুনতে ভাল লাগে না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এমন হয়েছিল। বাড়তি উপার্জন করতে হয়েছে ট্যাক্সি চালিয়ে। প্রসঙ্গত, পশ্চিমে বল্টিক থেকে মধ্য এশিয়া পর্যন্ত ১৫টি প্রজাতন্ত্র সামিল ছিল সোভিয়েত ইউনিয়নে, যার কেন্দ্রে ছিল রাশিয়া। কিন্তু ১৯৯১ সালে চরম আর্থিক সঙ্কটে তাসের ঘরের মতো ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। প্রজাতন্ত্রগুলি যে যার মতো স্বাধীন হয়ে যায়।