শেষ আপডেট: 11th February 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: দুই সন্তানকে কুয়োয় ফেলে খুনের অভিযোগে নাবালকদের মাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম চৈতালি কুণ্ডু। রবিবার অভিযুক্তকে পেশ করা হয় পুরুলিয়া জেলা আদালতে।
শনিবার চৈতালি কুণ্ডু নামে ওই মহিলা নাবালক দুই সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দেন। দুই সন্তানের মৃত্যু হলেও, গ্রামবাসীরা চৈতালিকে উদ্ধার করে। ঘটনাটি ঘটে পুরুলিয়ার হুড়া থানা এলাকার রখেড়া গ্রামে।
স্ত্রী এমনকাণ্ড ঘটনায় তাঁরই বিরুদ্ধে সন্তানদের খুনে অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। এর পরেই হুড়া থানার পুলিশ মা চৈতালি কুণ্ডুকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার দিন চৈতালির স্বামী তাঁর ভগ্নিপতিকে নিয়ে চেন্নাই যাবেন বলে রওনা হয়েছিলেন। বাড়িতে স্ত্রী, দুই সন্তান ও তাঁর মা ছিলেন। অভিযোগ, সেই সময় চৈতালি জল আনতে যাওয়ার বাহানায় বলে বাড়ি থেকে বের হন। বাড়ি কিছুটা অদূরে একটি কুয়ায় সন্তানদের নিয়ে ঝাঁপ দেন।