নদী চরে চাপ চাপ রক্ত, চরে মিলল তরুণীর ক্ষতবিক্ষত দেহ!
শেষ আপডেট: 16th October 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: ঘাটের পাশে রক্তের দাগ কীসের। সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। কিছু দূরে নদী চরে মিলল অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ। বুধবার পুরুলিয়ার বরাবাজারের সিন্ধ্রি এলাকার তসরুবাকি ঘাটে এই ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে খুন করে দেহ লোপাট করতে নদী চরে পুঁতে রেখে গেছে কেউ বা কারা। দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা, সেবিয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি পুলিশ। তাঁদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এই বিষয়ে তারা স্পষ্ট কিছু জানাতে পারবেন। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে কুমারী নদীর তসরুবাকি ঘাটের কাছে তাঁরা রক্তের দাগ দেখতে পেয়েছিলেন। তখনই তাঁদের সন্দেহ হয়। রক্তের দাগ অনুসরণ করে এগিয়ে যেতে তাঁরা দেখতে পান, বালিচরের একটা জায়গা উঁচু হয়ে রয়েছে। সেখানেই তরুনীর দেহ পুঁতে রাখা ছিল।
পুলিশের অনুমান, তরুণীর বয়স ২০-২২-র মধ্যে। তরুণীর পরনে জিন্সের প্যান্ট ও জামা ছিল। গলায় জড়ানো ছিল ওড়না। মুখে কয়েকটি ক্ষতচিহ্ন রয়েছে। তরুণীর পরিচয় জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই তরুণীকে অন্য কোথাও খুন করে নদীর চরে পুঁতে দিয়ে যাওয়া হয়েছে। তরুণীর পরিচয় জানতে তদন্তে নেমেছে পুলিশ।
নদিয়ার কৃষ্ণনগরেও একই দিনে এক তরুণীর অর্ধনগ্ন দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। দেহ লোপাট করে তরুণীর দেহ অ্যাসিড নিয়ে পুড়িয়ে দেওয়ার হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।