শেষ আপডেট: 13th August 2024 19:22
দ্য ওয়াল ব্যুরো: যে সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হয়েছিল আরজিকরের তরুণী চিকিৎসককে, সেই সেমিনার হলটি ভেঙে ফেলার অভিযোগ উঠল। আর এই অভিযোগেই মঙ্গলবার বেলা গড়াতে তেতে উঠল আরজিকর।
বিক্ষোভকারীদের দাবি, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই তথ্য প্রমাণ লোপাটের জন্য সেমিনার হলটাই ভেঙে ফেলার পথে কর্তৃপক্ষ। যদিও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, যে ঘরে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই ঘর ভাঙা হয়নি। যে ছবি দেখানো হচ্ছে তা সামনের ঘরের। বিক্ষোভকারীদের প্রশ্ন, ঘটনাস্থল যেখানে, হঠাৎ করেই তার পাশের একটি ঘর ভাঙার উদ্যোগ কেন নিলেন হাসপাতাল কর্তৃপক্ষ!
মঙ্গলবার সকাল থেকেই পড়ুয়াদের আন্দোলনে সরগরম ছিল আরজিকর হাসপাতাল চত্বর। বিকেলে বুদ্ধিজীবীদের মিছিল আসে আরজিকর হাসপাতাল চত্বরে। আচমকাই গুঞ্জন ছড়ায়, যে সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে, সেই ঘরই ভেঙে ফেলা হচ্ছে। এই সময়েই ডিওয়াইএফআই ও এসএফআই পুলিশের ব্য়ারিকেড ভেঙে হাসপাতালে ঢোকে। তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ছাত্রদের। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই সেমিনার হল ভাঙার কোনও প্রশ্নই নেই। ভাঙা হচ্ছে পাশের ঘরটি।