বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়
শেষ আপডেট: 4th March 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে অশান্তি অব্যাহত। এই আবহেই উত্তপ্ত হয়ে উঠল বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ( Biswa Bangla University)। উপাচার্যকে অপসারণের দাবি তুলল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উপাচার্য হটাও দাবি তুলে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঢুকতে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতারা (TMC)।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই সময় যখন উপাচার্য (Vice Chancellor) দিলীপ কুমার মাইতি গাড়ি করে ঢুকছিলেন, তখন তাঁকে বাধা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরও আটকে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের দেওয়া লিস্ট অনুযায়ী অর্থাৎ জমিদাতাদের নিয়োগ করতে হবে। অন্যদিকে, উপাচার্যের বক্তব্য, তৃণমূল নেতার দেওয়া ৭০ জনের তালিকা থেকেই চাকরি দেওয়া হয়েছে। দুই পক্ষের দাবি, পাল্টা দাবিতে এদিন সকালে উত্তপ্ত হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয়।
মুখ্যমন্ত্রীর অনেকদিনের স্বপ্ন ছিল বিশ্বভারতীর আদলে রবীন্দ্রনাথের সাহিত্য, শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যকে একত্রিত করে এই বিশ্ববিদ্যালয় বানানোর। বীরভূম সফরে এসে নিজের সেই ইচ্ছা প্রকাশ করার পর পুরোদমে শুরু হয় এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ। বোলপুরের রায়পুর- সুপুর অঞ্চলের শিবপুর মৌজায় ২০ একর জায়গা জুড়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।