কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ
শেষ আপডেট: 3rd January 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: মালদহে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন তৃণমূলের মালদহ জেলা সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন দুলাল। বাইকে চেপে আসা তিন জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লাগে মাথার কাছে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয় মালদহ মেডিক্যাল কলেজে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
মালদহের তৃণমূল নেতা খুনের আবহেই প্রাণনাশের আশঙ্কায় বীরভূমের তৃণমূল নেতা মামন শেখ। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানকে খুনের হুমকির অভিযোগ উঠল। দুই তৃণমূল নেতার নামে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাসকদলের উপপ্রধানের।
অভিযোগ, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় এর আগে পঞ্চায়েতে ঢুকতেও বাধা দেওয়া হয় তাঁকে। দল, থানা ও পুলিশ সুপারকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। উপপ্রধানের অভিযোগ, বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ হানিফ কাজী ও তাঁর কিছু সহযোগী তাঁকে গত দু'মাস ধরে কঙ্কালীতলা পঞ্চায়েতে প্রবেশ করতে বাধা দিচ্ছেন। তাঁকে খুন করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
উপপ্রধান বলেন, আগে কঙ্কালীতলা পঞ্চায়েতে হঠাৎ করেই প্রচুর সংখ্যক বহিরাগত মানুষ এসে তাঁর সরকারি চেয়ারে বসে যান। তারপর থেকেই পঞ্চায়েতে ঢুকতে পারছেন না তিনি।
মামন শেখের অভিযোগ, তাঁকে কোনও রকম সহযোগিতা করছে না তৃণমূলের নেতৃত্ব। এই বিষয়ে জানিয়ে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানা-সহ বীরভূম জেলা পুলিশ সুপারকে ও অন্য পুলিশ আধিকারিকদের লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মামন শেখ।