শেষ আপডেট: 11th September 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সুকন্যা মণ্ডলের জামিন পাওয়ার খবরে উৎসবের আবহ বীরভূমের গ্রামে। উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা গোটা গ্রামের মানুষের জন্য আয়োজন করলেন এলাহি ভোজের। ভাত, আলুপোস্ত, মাংস এবং শেষপাতে চাটনি। চাটনি। রীতিমতো কবজি ডুবিয়ে খেলেন নানুরের আটকুলা গ্রামের লোকজন।
সিবিআইয়ের দায়ের করা গরু পাচার মামলায় কয়েক দিন আগেই জামিন পেয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অন্য মামলায় অবশ্য এখনও তিহার জেলেই রয়েছেন তিনি। এদিকে ইডির দায়ের করা এই মামলায় মঙ্গলবার জামিন হয়েছে অনুব্রতর কন্যা সুকন্যারও। প্রায় দেড়বছর জেলবন্দি থাকার পর শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুকন্যা। এই খবর আসতেই মঙ্গলবার নানুরের আটকুলা গ্রামে ভোজের আয়োজন করেন অনুব্রত-ঘনিষ্ঠ নেতা আব্দুল করিম খান।
অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সিবিআই দাবি করেছিল, তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির সম্পূর্ণ তথ্য মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে রয়েছে। তার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু সিবিআই তাঁকে গ্রেফতার করেনি, গ্রেফতার করেছিল ইডি। তবে সুকন্যা প্রথম থেকেই দাবি করেছিলেন, যে তথ্য তাঁর থেকে চাওয়া হয়েছে তা তাঁর কাছে নেই। গ্রেফতারির পর বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়। কিন্তু সেইভাবে বড় কোনও তথ্য পায়নি তদন্তকারীরা। এখন গ্রেফতারির ১৫ মাস পর মুক্তি পেলেন সুকন্যা।
মঙ্গলবার সুকন্যার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অবশেষে সাময়িক মুক্তি মিলেছে। তবে বেশ কিছু শর্ত দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা। শর্ত অনুযায়ী, এই মামলার শুনানির সময় তাঁকে নিম্ন আদালতে হাজির থাকতে হবে। মামলা চলাকালীন অনুমতি ছাড়া বিদেশেও যেতে পারবেন না সুকন্যা।