শেষ আপডেট: 29th October 2024 20:33
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: লোকসভা ভোটের সময়ে বাঁকুড়ার মানুষ তাকিয়ে ছিলেন বিষ্ণুপুর লোকসভার দুই প্রার্থীর দিকে। এবারের নির্বাচনে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে গেছিলেন সুজাতা মণ্ডল। এবার তাঁর হারের পিছনে বিজেপি নয়, দলীয় কর্মীদের একাংশকে দায়ী করলেন বিষ্ণুপুরের এই তৃণমূল নেত্রী। বললেন, "বিজেপি প্রার্থীর কাছে টাকা খেয়ে জেলা ও ব্লক নেতাদের একাংশ দলের প্রার্থীকে হারিয়েছেন।" সুজাতার এমন বিস্ফোরক দাবিতে শোরগোল পড়ে গেছে বাঁকুড়ায়।
কয়েকমাস আগেই লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন সৌমিত্র খাঁ। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূলের হয়ে প্রার্থী হন প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। নির্বাচনের সময়ে জোর টক্কর হয় দুই প্রার্থীর মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত ৫ হাজারের কিছু বেশি ভোটে বিজেপি প্রার্থীর কাছে সৌমিত্র খাঁয়ের কাছে পরাজিত হন সুজাতা। তারপরে বিষ্ণুপুর সিটে হার নিয়ে কাটাছেঁড়া করে তৃণমূলে। মূলত বিশেষজ্ঞরা দাবি ছিল, সুজাতার এই হারের পিছনে তৃণমূলের গোষ্ঠীকোন্দলই দায়ী।
সোমবার সন্ধেয় বাঁকুড়ার ইন্দাসে দলের বিজয়া সম্মিলনী ছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন সুজাতা মণ্ডল। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্য দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় সুজাতাকে।
তিনি বলেন, “দলের অন্দরে অনেক পদাধিকারীরা আছেন, যাঁরা ২০১১ সাল থেকে পদ ভোগ করছেন, দলকে বেচে খাচ্ছেন। নির্বাচনের আগে তাঁরাই অন্য রূপ ধারণ করেন। নিজে বা নিজের পছন্দের প্রার্থী না হলে তখন বিজেপি প্রার্থীর সঙ্গে রাতের অন্ধকারে বসে সেটিংয়ের খেলা খেলে।”
কারও নাম না করে বলেন, “তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলাস্তরের পদাধিকারীদের একটা বড় অংশ নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে দলের সঙ্গে গদ্দারি করেছেন। সবাই তা জেনে গিয়েছে। এখন তাঁরা ধরা পড়ে গিয়েছে।”
দলীয় নেত্রীর এই বিস্ফোরক মন্তব্যের পরে অস্বস্তিতে পড়েছে বিষ্ণুপুরের তৃণমূল নেতৃত্ব। তাঁরা কেউ এবিষয়ে মুখ খোলেননি। যদিও সুজাতার বক্তব্যে বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, মানুষের ভোটেই এখানে বিজেপি জিতেছে। এর সঙ্গে তৃণমূল নেতাদের গদ্দারির সম্পর্ক নেই।