শেষ আপডেট: 19th January 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল নিখোঁজ হয়ে যাওয়া রয়্যাল বেঙ্গল টাইগার। শুক্রবার রাতে পুরুলিয়ার বান্দোয়ান ১ ব্লকের রাইকার জঙ্গলে শেষবারের মতো তাকে ক্যামেরায় দেখা গেছিল। তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। জানা গেছে, রবিবার ভোর ৫.৫১ মিনিটে ক্যামেরায় বাঘটির গতিবিধি রেকর্ড করা হয়েছে।
গত কয়েক দিন ধরে পুরুলিয়ার জঙ্গল এলাকায় ঘুরছে বাঘটি। বাঘকে বাগে আনতে বন দফতর বিভিন্ন জায়গায় খাঁচা বসালেও লাভ হয়নি। শুক্রবার মাঝরাতে আচমকা সে ক্যামেরায় ধরা দেয় বাঘটি। তারপর তার নাগাল পেতে রীতিমতো মাথা খারাপ হয়ে যাচ্ছিল বন দফতরের। শেষমেশ বান্দোয়ান ব্লকের রাইকা পাহাড়েই দেখা গেল রয়্যাল বেঙ্গলটিকে।
জানা গেছে, গত বছরের শেষ দিকে ওড়িশা থেকে আসা জিনাত আসার পর জঙ্গলমহলে যে যে এলাকায় তাকে দেখা গেছিল নতুন বাঘটিকেও সেই এলাকায় দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, খুব সম্ভবত বাঘিনি জিনতের খোঁজেই জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে পুরুষ বাঘটি। জিনাত যে যে এলাকা দিয়ে গেছিল, এই বাঘটাও সেই এলাকা দিয়েই যাচ্ছে। মনে করা হচ্ছে, জিনতের প্রস্রাবের সঙ্গে নির্গত বিশেষ ধরনের হরমোন ‘ফেরোমন’-এর উপস্থিতির কারণে বাঘটি রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে এখনও থেকে গেছে। সে মনে করছে, অন্য কোথাও নয়, এখানেই রয়েছে জিনাত।
সাধারণত বন্যপ্রাণীদের ফেরোমন খোলা হাওয়ায় ১৪ থেকে মেরেকেটে ১৫ দিন স্থায়ী হয়। তবে এ ক্ষেত্রে জিনাতের ফেরোমন আরও বেশি দিন স্থায়ী হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর তার গন্ধেই জিনাতের বসবাস করা একাধিক জায়গায় দৌড়ে বেড়াচ্ছে বাঘটি।
তবে এখনও পর্যন্ত হদিশ পাওয়া গেলেও তাকে পাকড়াও করা যায়নি। রবিবার বাঘ রাইকা পাহাড়ে লুকিয়ে রয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হতেই পাহাড় সংলগ্ন বিভিন্ন এলাকায় মাইক প্রচার শুরু করেছে বন দফতর।
বন দফতরের দাবি, রাইকা পাহাড় কোনও ছোট এলাকা নয়। এই পাহাড়ের বিভিন্ন এলাকায় জঙ্গলের ঘনত্ব খুবই বেশি। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা অতটা সহজ নয়। ফাঁদ পেতে বারবার নাকাল হতে হলেও এবার বাঘের নাগাল পেতে পাহাড়ের তিনদিক থেকে অভিযান শুরুর পরিকল্পনা করেছে বন দফতর।