শেষ আপডেট: 17th October 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: দুদিন হতে চলল, তবু পুরুলিয়ার থেকে উদ্ধার হওয়া তরুণীর পরিচয় জানতে পারল না পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান তরুণীর গলা থেকে যে ওড়ানা পাওয়া গেছে, তাই দিয়ে তরুণীর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। নদীচরে পুঁতে ফেলার ২৪ ঘণ্টা আগে তরুণীকে খুন করা হয়। তারপরে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ওই তরুণী এলাকার কোনও বাসিন্দা নয়। বাইরে কোনও জায়গায় খুন করে দেহ লোপাট করতে কেউ বা কারা নদীচরে পুঁতে দিয়ে গিয়েছে। বুধবার পুরুলিয়ার বরাবাজারের সিন্ধ্রি এলাকার তসরুবাকি ঘাটের পাশ থেকে এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। স্থানীয়রা প্রথমে ঘাটের পাশে রক্তের ছাপ দেখতে পায়। তারপরে সেই ছাপ অনুসরণ করে নদীচরে পৌঁছলে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ সেখানে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তরুণীর বয়স ২০-২২-র মধ্যে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও জামা। গলায় জড়ানো ছিল ওড়না। মুখে কয়েকটি ক্ষতচিহ্নও ছিল। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, ওই তরুণীকে অন্য কোথাও খুন করে নদীর চরে পুঁতে দিয়ে যাওয়া হয়েছে। তারপরেই তরুণীর পরিচয় জানতে তদন্তে নামে পুলিশ।
ঘটনাস্থল থেকে ১৭ কিলোমিটার দূরে রয়েছে ঝাড়খণ্ড। এছাড়াও এলাকায় মধ্যে থেকে ঝাড়খণ্ড যাওয়ার বেশ কয়েকদিন রাস্তা রয়েছে। সেই সমস্ত রাস্তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অনেকের অনুমান, তরুণী ঝাড়খণ্ডের বাসিন্দা হতে পারে। সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের সমস্ত থানাকে এবিষয়ে জানানো হয়েছে। তরুণীর পরিচয় জানাতে আপ্রাণ চেষ্টা করছেন তদন্তকারীরা।