শেষ আপডেট: 12th August 2024 20:09
দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মূল দরজা তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে বসলেন ডাক্তারি পড়ুয়ারা। "হয় পদক্ষেপ, নয় এমএসভিপিরের পদত্যাগ" এই দাবি তুলে পোস্টার হাতে নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দিলেন।
নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ বসেছেন পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ারা। তাদের দাবি, মেডিক্যাল কলেজের হাতুয়াড়া ক্যাম্পাস এবং সদর হাসপাতালের ক্যাম্পাস মাঝে দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এই দুই ক্যাম্পাসে রাতের দিকে যাতায়াত বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে মহিলা ডাক্তারদের নিরাপত্তার পক্ষে এই দূরত্ব সমস্যার। তাই অবিলম্বে সদর হাসপাতালের ক্যাম্পাসের যাবতীয় বিভাগ নবগঠিত হাতুয়াড়া ক্যাম্পাসে স্থানান্তরিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এই দাবি না মানলে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে ছাত্রছাত্রীরা।
হাসপাতালের এমএসভিপির ডাঃ সুকমল বিষয়ী জানিয়েছেন, পুলিশের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে। সেখানে হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। নিরাপত্তারক্ষী ও অস্থায়ী কর্মীদের পরিচয় নিয়ে যাতে কোনও ধন্ধ না হয় তাই তাঁদের ইউনিফর্ম নিয়ে আলোচনা হয়েছে। সাত কিলোমিটার রাস্তায় যাতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা গাড়ি থাকে সেবিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া হাসপাতালে সব জায়গায় সিসিটিভি ঠিকঠাক ভাবে চলছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এত কিছুর মধ্যেও ছাত্রছাত্রীরা খুশি নন। তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে দুর্ভোগে পড়েছেন রোগীর আত্মীয়রা।