শেষ আপডেট: 7th August 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এসএনইউ (Special New Born Care Unit) বিভাগে আগুন। নবজাত বিভাগের মূল দরজার বাইরে ড্রায়ার মেশিনে থেকে আগুন লেগেছিল। পাশেই ছিল অক্সিজেন পাইপ, ইলেকট্রিক তার। সেগুলিও জ্বলতে শুরু করে। ছোটাছুটি লেগে যায় হাসপাতালে। স্বাস্থ্যকর্মীরা দমকলকে খবর দেন। কিন্তু এক রোগী আত্মীয় ও ডাক্তারের তৎপরতায় দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণ নিভিয়ে ফেলা হয়। অল্পে জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় হাসপাতাল।
সৌম্য ঘোষ নামে এক নবজাতকের বাবা জানান, তাঁর সদ্যোজাত সন্তান হাসপাতালে ভর্তি রয়েছে। আচমকাই এসএনসিইউর ডায়্রার মেশিন দাউ দাউ করে জ্বলে ওঠে। কর্তব্যরত চিকিৎসক ওই ঘটনা দেখে বাইরে ছুটে আসেন। আগুন নেভাতে সৌম্যবাবুর সাহায্য চান। তাঁরা দুজনেই হাসপাতালে রাখা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এদিক খবর পাওয়া ৫ মিনিটের মধ্যে দমকলের কর্মীরাও হাসপাতালে পৌঁছে যান। এই ঘটনা আতঙ্ক ছড়িয়ে পরে গোটা হাসপাতাল চত্বরে।
দমকল বিভাগের আধিকারিক ষষ্ঠীচরণ পাত্র জানিয়েছেন, দমকল তাড়াতাড়ি পৌঁছে গেছিল। কিন্তু হাসপাতালে রাখা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন আগে নিভিয়ে ফেলা হয়েছিল। কী কারণে আগুনে লেগেছে তা ঠিকমতো তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, হাসপাতালে অগ্নিনির্বাপন ব্যবস্থা ভালো রয়েছে। তা ঠিক না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।