শেষ আপডেট: 10th December 2024 12:17
দ্য ওয়াল ব্যুরো: আবারও আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির মহিলা কর্মীদের।
সোমবার রঘুনাথপুর এক নম্বর ব্লকের তৃণমূল পরিচারিত শাঁকা গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মী সমর্থকরা জোরজবস্তি ঢুকতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বিজেপি প্রতিনিধিদের ওই দল আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন জমা দেন। তাঁদের অভিযোগ, আবাস যোজনায় তৃণমূল নেতারা কাটমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম প্রকল্পের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। আসল আবেদনকারীদের নাম সেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
তাঁদের দাবি, অবিলম্বে নতুন করে সমীক্ষা করে গরিব ও বঞ্চিত আবেদনকারীদের নাম তালিকায় ঢোকাতে হবে।
স্থানীয় বিজেপি নেতা সন্তু তেওয়ারির কথায়, 'শাঁকা পঞ্চায়েতে যে তালিকা বার হয়েছে, তাতে যোগ্য ব্যক্তিদের নাম বাদ গিয়েছে। যাঁদের মাটির ঘর, তাঁদের নাম নেই। অথচ যাঁদের চার চাকা গাড়ি রয়েছে, তাঁদের নাম রয়েছে।' যদিও বিজেপির এই অভিযোগ নস্যাৎ করেছেন পঞ্চায়েত প্রধান।
প্রধান সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'এই ধরনের অভিযোগ মিথ্যা। কোথাও কোনও কাটমানি নেওয়ার ঘটনা ঘটেনি। বিজেপি সব কিছুতেই ঝামেলা করে। সবাই জানে এখানে বিডিও সার্ভে করেছেন। আমরা কেউই নই। আমি, আমার সদস্য, কেউই জড়িত নয়। ওদের বলার কথা তাই বলছে। ওরাও জানে আমি কোনও ভাবেই জড়িত নই।'