শেষ আপডেট: 21st October 2024 12:45
দ্য ওয়াল ব্য়ুরো, বাঁকুড়া: তালডাংরা বিধানসভায় কড়া নাড়ছে উপনির্বাচন। বিরোধী-শাসক উভয় শিবির তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। চলছে প্রচারও। এর মধ্যেই বাঁকুড়া ইন্দপুরের কুরুস্থলিয়া বাসস্ট্যান্ডে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পড়ল পোস্টার। সেখানে তাঁর বিরুদ্ধে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এলাকার স্থানীয়দের নামে এই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবি। যদিও তৃণমূল সেকথা মানতে নারাজ। তাদের অভিযোগ, একেবারের দোরগোড়ায় এসে পড়েছে তালডাংরার উপনির্বাচন। তাই বিরোধীরা শাসকদের বিরুদ্ধে কুৎসা রটাতেই এই কাণ্ড ঘটিয়েছে।
কী লেখা হয়েছে পোস্টারে? স্থানীয়রা জানিয়েছেন, কর্মস্থলে যাওয়ার জন্য তাঁরা সোমবার সকালে বাস ধরতে তালডাংরা বাসস্ট্যান্ডে এসেছিলেন। তখন এই পোস্টারগুলি তাঁদের নজরে আসে। কোনওটিতে লেখা ' খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির এত জমি জায়গা হল কীভাবে?' আবার অন্য একটি পোস্টারের লেখা রয়েছে,'দুর্নীতিগ্রস্ত খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির তালবেড়িয়ে কোটি কোটি টাকার রিসর্ট হল কীভাবে?' এই সমস্ত প্রশ্নে উত্তর চেয়ে সাধারণ জনগণের নামে পোস্টারগুলি সাঁটানো হয়েছে। যা ঘিরে এলাকায় শোরগোল পড়েছে। স্থানীয় রাজনৈতিকমহলেও চর্চার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে পোস্টারগুলি। অস্বস্তিতে পড়েছে রাজনৈতিকমহলও।
এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি রামানুজ সিংহমহাপাত্র বলেন, "তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা। সামনে নির্বাচন এগুলি বিরোধীদের চক্রান্ত। বিরোধীদের কাজ।" এ প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে বাঁকুড়া সাংগঠিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের কথায়, "শাসকদলের চুরি ধরে ফেলেছে সাধারণ জনগণ। তাই এই ধরনের পোস্টার আরও পড়বে। আরও একটু অপেক্ষা করুন।"