শেষ আপডেট: 2nd October 2024 12:46
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: প্রত্যক বছর বিশ্বভারতীর কর্মীদের পরিচালনায় শারদোৎসবের আয়োজন করা হয়। সোমবার সেই উৎসব মঞ্চস্থ হওয়ার পরেই বিতর্কে জড়ালো বিশ্বভারতী। সোমবার শিক্ষক ও ছাত্রছাত্রীদের মঞ্চস্থ করা একটি নাটকে হিন্দি গান ব্যবহার হওয়ায় বিতর্ক শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন, এই ঘটনা বিশ্বভারতীর ঐতিহ্যের পরিপন্থী। যা রুচিসম্মত নয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে থেকে বিশ্বভারতীতে এই শারদোৎসব হয়ে আসছে। ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত নাট্যঘরে প্রতিদিন সন্ধে বেলায় বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীরা নাটক পরিবেশন করেন। মহালয়ার দিনেও বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে একটি মেলার আয়োজন করা হয়। সেখানে ছাত্রছাত্রী ও শিক্ষকদের হাতে তৈরি জিনিস প্রদর্শিত হয়।
সোমবার সন্ধে শিক্ষাভবনের তরফ থেকে 'গোয়েন্দা বিভ্রাট' নামে একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। সেই নাটকে হিন্দি গানের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। সেই নাটকের ওই অংশের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনার পরেই নিন্দার ঝড় উঠেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। ওই ভিডিও অনুযায়ী, একটি নাচের দৃশ্যে জনপ্রিয় হিন্দি গান ব্যবহার করা হয়েছে।
আশ্রমিক ও প্রাক্তনীরা এই ঘটনায় আপত্তি তুলেছেন। তাঁদের দাবি, হিন্দি গানের ব্যবহার করাই নয়, নাটকের বেশ কয়েকদিন দৃশ্য নিয়েও তাঁদের আপত্তি রয়েছে। এই সংস্কৃতি শান্তিনিকেতনের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। বিশ্বভারতীর নিজস্ব একটি সংস্কৃতি রয়েছে। এই ঘটনা সেই সংস্কৃতিতেই আঘাত হেনেছে। তাই কর্তৃপক্ষকে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তাঁরা। যদিও বিষয়টি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।