গ্যাস সিলিন্ডারের ভর্তুকি নিয়ে ফোন, তারপরে অ্যাকাউন্ট থেকে উধাও ২৩ হাজার!
শেষ আপডেট: 17th October 2024 20:18
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: গ্যাস সিলিন্ডারে ভর্তুকির নামে প্রতারণার ফাঁদ! বোলপুর থানায় এমন অভিযোগ হতেই চিন্তায় পড়েছে গ্যাস সংস্থার ডিলাররা। গ্রাহকদের সতর্ক করেছে তাঁরা। গ্য়াস সংস্থা এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যে বোলপুর থানা সহ সাইবার সেল তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুরের ত্রিশূলাপট্টীর বাসিন্দা আবির সেন। তিনি পাড়ুইয়ের বেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। তাঁকে কয়েকদিন আগে ফোন করে গ্যাস সিলিন্ডারের ভর্তুকির জন্য ফোন করে কেউ। সেই সময়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য চাওয়া হয়। এমনকী ভিডিও কল করা হয়েছিল ওই শিক্ষক।
এরপরেই ৩টি অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ২২ হাজার ৯০০ টাকা কেটে নেওয়া হয় ৷ এরপরেই এলাকার থানা-সহ বোলপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করেন ওই শিক্ষ ৷ পাশাপাশি বোলপুরে গ্যাসের ডিলার অফিসেও অভিযোগ জানান ৷
বোলপুরে এইচপি গ্যাসের ডিলার নিখিল মজুমদার বলেন, ইতিমধ্যেই তারা ৭ থেকে ৮টি প্রতারণার অভিযোগ পেয়েছেন। পুলিশ থেকেও গ্রাহকদের সতর্ক করা হয়েছে। এই মর্মে সতর্কতা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ গ্যাসের ভর্তুকির জন্য কারও কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেসল চাওয়া হয় না ৷ নিখিলবাবু কথায়, "কেউ ভুয়ো ফোন কলের শিকার হবেন না, ওটিপি দেবেন না এটাই অনুরোধ।"