শেষ আপডেট: 11th November 2024 11:47
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: নানুরের চণ্ডীদাস কলেজের নবীনবরণ উৎসব নিয়ে বিতর্ক চরমে উঠল। অশ্লীল নাচের সঙ্গে টাকাও উড়তে দেখা যায়। কলেজের ফেস্টে এমন সংস্কৃতির ছবি প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে জেলার বাসিন্দাদের। এই ভাইরাল ভিডিওর সত্যতা অবশ্য দ্য় ওয়াল যাচাই করেনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দাম নৃত্য করতে দেখা যায়। ছাত্রীদের ওই অশ্লীল নাচের সঙ্গে উড়ছে টাকাও। অভিযোগ, বহিরাগত অনেকেই ছিল সেখানে। বহিরাগতদের কারা ভিতরে ঢোকাল তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনা নিয়ে বিরোধীরা সরব হওয়ায় অস্বস্তি বেড়েছে কলেজ কর্তৃপক্ষের। তার সঙ্গে এমন নাচ কার অনুমতিতে হয়েছে তার তদন্ত শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগ, এই নবীনবরণ উৎসব আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। এমনকী দাবি করা হয়েছে ভাইরাল ভিডিওর কোনও সত্যতা নেই। তার কোনও সত্যতা নেই বলে দাবি করা হয়েছে। যদিও নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ আতাউর রহমান বলেন, ‘নবীনবরণ ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল ৷ তারপর যা ঘটেছে পুরোটাই আমার অজান্তে। তবে আমরা সচেতন। আর এই ধরনের ঘটনা ঘটবে না সেটা কথা দিচ্ছি।’ সুতরাং এই ঘটনা যে ঘটেছে তা স্বীকার করে নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিলটন রশিদের কথায়, ‘"কবি চণ্ডীদাসের নামে কলেজ। সেই কলেজের নাম কলুষিত করছে তৃণমূল। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ করছে।" ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপিও।