শেষ আপডেট: 17th October 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: জামিন পেয়ে জেলায় ফেরার পর অনুব্রতর রাজনৈতিক সভা ছিল মুরারইয়ে। আর সেই সভাতেই বিপত্তি। দলের কর্মীদের নিজেদের মধ্যে বাঁধল হাতাহাতি। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার মুরারইয়ে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা। বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষকে সভাস্থলে দেখা গেলেও এদিনের সভায় দেখা যায়নি কোর কমিটির তিন গুরুত্বপূর্ণ সদস্য কাজল সেখ, অভিজিৎ সিংহ আর আশিস ব্যানার্জিকে। সভা শুরু হতেই সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এদিন সকালে ঝড় ও বৃষ্টিতে সভা শুরুর আগেই ভেঙে গিয়েছিল সভামঞ্চের একাংশ। তড়িঘড়ি সেই মঞ্চ মেরামত করার পর শুরু হয় সভা। মঞ্চে উঠে বক্তব্য রাখেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিনের অনুপস্থিতি। তারপর এই সভা। এখানেই অনুব্রতকে বলতে শোনা যায়, "কার জন্য মারামারি করবেন? কিসের জন্য করবেন? কোনও খুনোখুনি নয়। সকলেই শান্তিপূর্ণভাবে থাকুন।"
অনুব্রত মণ্ডল জেলায় ফিরলেও মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি দল পরিচালনা করবে বলে শোনা গিয়েছিল। স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। তাহলে কি কোর কমিটি দল চালাবে? নাকি জেলা তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল? এই নিয়ে চলা টানাপড়েনের মধ্যেই এদিন তৃণমূলের দু-দল কর্মীর হাতাহাতিতে উত্তপ্ত হল অনুব্রতর সভামঞ্চ।