শেষ আপডেট: 14th December 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: আবারও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনা বীরভূমের মহম্মদ বাজারের। জানা যাচ্ছে, নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ওই সিভিক ভলান্টিয়ার।
অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার নাবালিকার প্রতিবেশী। তিনি মহম্মদ বাজার থানায় কর্মরত। শুক্রবার রাতে অভিযুক্ত চিরঞ্জীব সিংহকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ এই যে, গত ১ নভেম্বর বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার এক সপ্তম শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে সিভিক ভলান্টিয়ার চিরঞ্জীব সিংহ। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখতে মেরে ফেলার হুমকিও দেয় সিভিক ভলান্টিয়ার।
চলতি মাসে নাবালিকার ঋতুচক্র বন্ধ হয়ে গেলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চায় মা। কিন্তু রাজি হয়নি ওই নাবালিকা। তখনই মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে সে। গোটা ঘটনার কথা মাকে জানায় সে।
নাবালিকার মা ১২ ডিসেম্বর সিউড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই তদন্তে নামে পুলিশ। শুক্রবার চিরঞ্জীব সিংহকে গভীর রাতে গ্রেফতার করা হয়।
আজ অর্থাৎ শনিবার তাকে সিউড়ি আদালতে তোলা হয়। ৫ দিনের পুলিশ হেফাজত চেয়েছে পুলিশ।
প্রসঙ্গত, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ও একজন সিভিক ভলান্টিয়ার। এই আবহে যখন গোটা রাজ্য তোলপাড়, তখনই আবার শ্লীলতাহানির অভিযোগ উঠল আরেক সিভিকের বিরুদ্ধে।
নভেম্বরেও মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ ওঠে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। তারপরই ডিসেম্বরে খাস কলকাতার এন্টালিতে আরও এক সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে যায়। তারপর তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে।