শেষ আপডেট: 26th December 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: গোটা বাংলা জুড়ে সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে রীতিমতো নাকানি-চোবানি খাচ্ছে বঙ্গ বিজেপি। এই আবহে নেতা-কর্মীদের একটা ঝাঁকুনি দিতে বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে সদস্য সংগ্রহ করলে পুরস্কার দেওয়া হবে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়ে গিয়েছে।
বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার তরফে দেওয়া ওই নোটিসে বলা হচ্ছে, চলতি মাসের ৩০ তারিখের মধ্য়ে যদি ১৫০ জন সদস্য সংগ্রহ করতে পারে তাহলে একটি মোদি জ্য়াকেট পুরস্কার দেওয়া হবে। ৭৫ জন সদস্য সংগ্রহ করলে মিলবে ১০০ টাকা। আর এর পরই বিতর্ক তৈরি হয়েছে। ব্যাঙ্গ, ঠাট্টা করতে ছাড়ছে না শাসকদলও। কেউ কেউ বলছে, এসব টোটকা দিয়েও কোনও কিছু করা যাবে না। মানুষ বুঝে গিয়েছে, বিজেপি বাংলার জন্য কতটা বিপজ্জনক।
সালটা ছিল ২০২১। বাংলার রাজনীতিতে পদ্মফুলের সমাহার দেখেছিলেন সকলে। এই বাংলায় তখন বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন জিতে প্রধান বিরোধী দল হয় বিজেপি। আর তার আগে ২০১৯ সালে আগমনী সুর শুনিয়েছিল গেরুয়া শিবির। ১৮টি আসন জিতেছিল লোকসভা নির্বাচনে।
কিন্তু ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস। তারপর থেকে আর একটিও নির্বাচনে সাফল্য পায়নি বঙ্গ–বিজেপি। বরং যত দিন এগিয়েছে ততই ভরাডুবি হয়েছে। সদ্য ৬টি উপনির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। তাই আর ১৫ মাস পর ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাংলায় কুপি নিয়ে খুঁজতে হবে বলে মনে করছেন অনেকে।
আগামী বিধানসভায় বাংলার কুর্সি দখল তো দূরে থাক ৫০টি আসন জিততে পারবে কি না তা নিয়ে সন্দিহান কেন্দ্রীয় নেতৃত্বও।