শেষ আপডেট: 8th September 2024 15:13
দ্য ওয়াল ব্য়ুরো, বাঁকুড়া: স্কুলে যাওয়ার ছাত্রীকে কটুক্তি করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার। ঘটনাটি ঘটেছে জয়পুর থানা এলাকায়।
ওই ছাত্রী জয়পুর থানা এলাকার একটি স্কুলে পরে। শনিবার সে স্কুলে যাচ্ছিল সেই সময়ে ওই ছাত্রীর পথ আটকে বিভিন্ন ধরণে কটূক্তি করতে থাকে দুই যুবক। পরে ছাত্রী স্কুলে গিয়ে শিক্ষককে বিষয়টি জানায়। ওই শিক্ষক ছাত্রীর পরিবারকে ডেকে পাঠান। বিষয়টি জানান। এরপরেই ছাত্রীর পরিবারের তরফ থেকে জয়পুর থানার লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃতদের নাম শেখ জহুরুল ও শেখ নাজির। ছাত্রীর অভিযোগ, স্কুলের দিকে হাঁটছিল। সেই সময়ে এই দুই যুবক তার সামনে হাজির হয়। বিভিন্ন অঙ্গভঙ্গি করে কটূক্তি করতে থাকে। রবিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে পকসো ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরজি কর কাণ্ডের পর থেকে উত্তাল গোটা রাজ্য। এর মধ্যে ভূরি ভূরি শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। এই ঘটনা রাস্তায় মহিলাদের সুরক্ষা নিয়ে আরও একটি প্রশ্ন তুলে দিল।