শেষ আপডেট: 23rd August 2024 14:27
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: সামনে তালডাংরা বিধানসভা আসনে উপনির্বাচন। ফলে বাঁকুড়া জেলা জুড়ে সাংগঠনিক পদে রদবদল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রসঙ্গ উঠতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তার জেরে সিমলাপাল অঞ্চল কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিমলাপাল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে।
বাঁকুড়ার সিমলাপাল ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি ফাল্গুনী সিংহ। সেই ব্লকের সহ-সভাপতি পদে রয়েছেন কল্যাণ কর। দুজনের অনুগামীদের মধ্যে হাতাহাতির ঘটনার সামনে আসতেই প্রকাশ্যে এসে পড়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তাতে জোর চর্চা শুরু হয় রাজনৈতিকমহলে। এর জেরেই অঞ্চল কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া অভিযোগ উঠেছে ব্লক সহ সভাপতির বিরুদ্ধে।
তৃণমূল সূত্রে জানাগিয়েছে, ২০১০ সাল থেকে সিমলাপাল স্কুলমোড় সংলগ্ন এলাকায় রাজ্যসড়কের পাশে রয়েছে ওই কার্যালয়। অভিযোগ পার্টি অফিসটি কোনও ব্যক্তির জখল করা জায়গা গড়ে তোলা হয়েছিল। সেই পার্টি অফিস নিয়েই দুই নেতার মধ্যে রেষারেষি শুরু হয়। তাঁদের অনুগামীদের মধ্যেই দ্বন্দ্বের জেরে এই কার্যালয়টি তালা দেওয়া হয়েছে।
তবে ব্লক সহ-সভাপতি কল্যাণ করের দাবি, ওই পার্টি অফিস গড়ার জন্য চুক্তি হয়েছিল। তাঁর নামে চুক্তি হয়। সেই সময় ওই পার্টি অফিস সিমলাপাল ব্লক কার্যালয় নামকরণ করা হয়। বর্তমানে এই কার্যালয়ের নামকরণ করা রয়েছে সিমলাপাল অঞ্চল তৃণমূল কার্যালয়। কল্যাণবাবুর কথায়, "ওই অফিস ঘর আমার নিজস্ব। আমার নামে রয়েছে। তাই তিনি তালা দিয়েছেন। যদিও বর্তমান ব্লক সভাপতি ফাল্গুনী সিংহ বাবু এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে ঘটনা নিয়ে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি রামানুজ সিংহ মহাপাত্র ওই কার্যালয়ে তালা দেওয়ার কথা স্বীকার করেছেন।
তবে এই বিষয় নিয়ে আসরে নেমেছে বিজেপি। বিষয়টিকে ইস্যু করে মাঠে নামতে চাইছে তাঁরা। স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি আলোক মহান্তি বলেন, "তৃণমূলের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।"