শেষ আপডেট: 1st September 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: আরজি কর নিয়ে বিজেপিকে বিঁধতে গিয়ে বেফাঁস বড়জোড়া ব্লকের তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায়। প্রকাশ্য সভা থেকে তিনি হুমকি সুরে বলেন,"এটা বাংলাদেশ নয়। অরাজনৈতিক নয়, রাজনীতির পতাকা বের করুন হাতগুলো ভেঙে গুঁড়িয়ে দেব।"
শনিবার বিকালে বেলিয়াতোড় ডাকবাংলো মোড়ে আরজি কর ইস্যুতে দলের 'ধর্ণা ও অবস্থান' কর্মসূচি ছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন।
পরে বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি বলেন, "আরজি করের ঘটনা এখন সিবিআই তদন্ত করছে।বিচার করছে সুপ্রিম কোর্ট। এখন 'জাস্টিস বাদ দিয়ে কেউ অগণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে গণতান্ত্রিক পদ্ধতিতে হাত গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছি।"
এই ঘটনার পরে বিতর্ক ঝড় উঠেছে বাঁকুড়া জেলায়। স্থানীয় বিজেপি নেতা সোমনাথ কর বলেন, 'বাবুরাম সাপুড়ে সাপগুলিকে ফোঁস ফোঁস করতে বললেও এদের বিষ নেই। সাধারণ মানুষ ও বিজেপির আন্দোলনের ফলে এদের বিষ দাঁত ভেঙে গেছে। বর্তমান পরিস্থিতিতে আর জি কর ইস্যু থেকে মুখ ঘোরাতেই এই সব কথা উনি বলছেন বলে তিনি দাবি করেন।"
কয়েকদিন আগেই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে কর্মীদের 'ফোঁস কীা পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে বড়জোড়ার তৃণমূল ব্লক সভাপতির উক্তি আরেক নতুন বির্তক তৈরি করেছে।