রেকর্ড রুমে ঝুলল তালা
শেষ আপডেট: 5th December 2024 15:59
দ্য ওয়াল ব্যুরো: নথি খতিয়ে দেখতে গিয়ে সামনে এলো হিসেবে বিস্তর গরমিল। তদন্তে নেমে হাসপাতালের রেকর্ড রুম সিলই করে দিল স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হিসেব সংক্রান্ত অন্যান্য নথিপত্রও। যদিও ঘটনাটা কতটা গুরুগম্ভীর তা নিয়ে বিশদে জানাতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। খানিকটা এড়ানোর চেষ্টা করছে স্বাস্থ্য দফতরও।
বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এনেছে রাজ্যের সমস্ত বিরোধী দল। ওয়াকিবহাল মহল মনে করছে রাজ্যের স্বাস্থ্য দফতরের তদন্তকারীরাও সেই প্রমাণই পেল।
হাসপাতালের এক সূত্রের খবর, ওষুধ সরবরাহ করার ক্ষেত্রে বিস্তর গরমিলের ঘটনায় আগেই তদন্তে নেমেছিল স্বাস্থ্য দফতর। সেই তদন্তেই গতকালও একটি তদন্তকারী দল হাসপাতালে গিয়ে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে। তাতেই হিসাবে গড়বর দেখা যায়।
এর পরপরই তদন্তকারী দলের নির্দেশ মোতাবেক হাসপাতালের একটি রেকর্ড রুম সিল করে দেয় বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর। কিন্তু কোন ক্ষেত্রে এবং কত টাকার এই গরমিল সে সম্পর্কে এখনই কিছু বলতে চাইছে না স্বাস্থ্য দফতর।
তদন্তকারী আধিকারিকরা শুধু এটুকু বলছেন, প্রয়োজনীয় নথি খুঁজে না পাওয়াতেই রেকর্ড রুম সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।