শেষ আপডেট: 15th August 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: স্বাধীনতা দিবসের দিন বাঁকুড়ায় মিলল মাওবাদীদের নামে পোস্টার। এই ঘটনাকে কেন্দ্র আতঙ্ক ছড়িয়েছে সেখানে।
বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা বাজার এলাকায় ও মণ্ডকুলি গ্রাম পঞ্চায়েতের সারিগাড়ি এলাকার একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পোস্টারে লেখা আছে, 'সিপিআই মাওবাদী: আমাদের পশ্চিমবঙ্গের যে দুর্নীতি তা আমরা আর সহ্য করতে পারছি না। তাই আমরা আবার লড়াইয়ে নেমেছি।(লাল সেলাম)'
এই পোস্টারগুলি উদ্ধার হওয়ার পরেই এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে। মাওবাদীরা কী ফের সক্রিয় হয়ে উঠেছে সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে। যদিও বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন, "বাঁকুড়া জেলায় ওই সংগঠনের কোনও অস্তিত্ব নেই। স্থানীয় কোনও দুষ্কৃতীদল শুধুমাত্র মিডিয়ার নজর টানতে স্বাধীনতা দিবসের দিন এই পোস্টার দিয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত করে দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।" তবে স্থানীয়দের বক্তব্য কারা এই পোস্টার লাগাতে পারেন তা তাদের ধারণার বাইরে।