শেষ আপডেট: 5th September 2024 05:25
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: এবার বিডিওর দু'গালে চড় কষানোর হুমকি দিলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখাঁ! বিজেপির নেতার এমন হুমকি নিয়ে রাজনৈতিক শোরগোল পড়ে গেছে। বুধবার আরজি কর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে ব্লক অফিস ঘেরাও করেছিল বিজেপি। সেখানে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ উগরে দেন অমরনাথ। বলেন, " বিধায়ক না থাকলে এক চড়ে দুটো গাল নড়িয়ে দিতাম।"
বিজেপি বিধায়কের দাবি, মানুষকে বিভিন্নভাবে হয়রান করছেন বিডিও। নিজের অফিস সবসময় তালা দিয়ে রাখেন। মানুষ কাজে এলে বিডিওকে পায়না। ঠিকাদারদের কাছ থেকে বিডিও ঘুষ নেন। তাছাড়া কোনও কাজ করেন না ওন্দার বিডিও।
বিধায়কের এমন হুমকিতে বাঁকুড়ার রাজনৈতিকমহলে শোরগোল ফেলে দিয়েছে। বিডিওর উদ্দেশে বিধায়কের মুখে এমন কু-কথা শুনে নিন্দায় সরব তৃণমূল। তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ বলেন, "বিধায়ক হিসাবে উনি যদি এই কথা বলে থাকেন, তাহলে অত্যন্ত দুঃখজনক। বিধায়কের ভাষা রুচিশীল হওয়া উচিত। এমন কথা যদি উনি বলেন তাহলে মানুষকে কী পরিষেবা দেবেন।"
অমরনাথের নেতৃত্বে ওন্দা বাজার থেকে বিরাট মিছিল বের হয়। ওন্দা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেট দিয়ে তাদের আটকে সেখানেই দেয়। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেট ভেঙে চেষ্টা করে বিজেপি কর্মীরা। পুলিশ ব্যারিকেট করে মিছিল আটকে দেওয়ায় রাস্তায় বসে পড়েন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শেষমেষ পুলিশ পিছু হাটতে বাধ্য হয়। বিধায়ক অমরনাথ শাখা পরে বিডিও সঙ্গে দেখা করার জন্য অফিসে ঢোকেন।