শেষ আপডেট: 12th September 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: কয়েকদিন আগে সাংবাদিকদের সামনেই বিডিওর গালে চড় কষানোর হুমকি দিয়েছিলেন। এবারেও ডেপুটেশন দিতে এসে ওন্দার বিডিওকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক অমরনাথ শাঁখার বিরুদ্ধে।
তিনি বলেন, 'বৌ ছেলেকে নিয়ে থাকতে হবে, মানুষের জন্য কাজ করুন, না হলে চলে যান।" একই সঙ্গে তাঁর অভিযোগ, পঞ্চায়েত সমিতির সদস্যদের বসার ঘর না দেওয়া হলেও ব্লক অফিসে মদের আসর বসায়। এছাড়াও তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তাঁর ভাইপো ও নির্দিষ্ট কয়েক জন ঠিকাদারের উপস্থিতিতে কাজের টেন্ডার নিয়েও দুর্নীতি করছেন। তখনই ওন্দার বিডিও মহম্মদ মোশারাফ হোসেনকে কটাক্ষ করেন তিনি।
এবিষয়ে বিডিও মহম্মদ মোশারাফ হোসেনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ নিন্দায় সরব হয়েছে। বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে 'অর্দ্ধশিক্ষিত' দাবি করে বলেন, " উনি দলের নেতৃত্বের কাছে নিজের দর বাড়ানোর চেষ্টা করছেন। কোন কাজ না করে গাড়িতে চেপেই ঘুরে বেড়ান। রাজ্যে 'ই-টেণ্ডার' প্রক্রিয়া চালু হয়েছে। সেখানে দুর্নীতি কীভাবে হবে।"