শেষ আপডেট: 11th August 2024 20:39
দ্য ওয়ার ব্যুরো, বাঁকুড়া : আরজি কর হাসপাতালে ঘটনায় পরিষেবা বন্ধ করে আন্দোলনে নেমেছেন ডাক্তাররা। আর তাতেই ব্যাহত চিকিৎসা পরিষেবা। এবার এরই প্রতিবাদে পাল্টা বিক্ষোভ শুরু করলেন রোগীর আত্মীয়রা।
রবিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেন গেটের সামনে রাস্তা অবরোধ করেন তারা। চিকিৎসকদের কর্মবিরতির জন্য হাসপাতালে ভর্তি থাকা রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, এমনকী অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়ার লোক নেই। তাহলে রোগীদের কিছু হলে তার দায় কে নেবে এই উত্তর চেয়ে, সেই বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা ।
বিক্ষোভকারী এক মহিলার অভিযোগ তার স্বামীর ডেঙ্গি হয়েছে। এখনও রক্তের প্লেটলেট কাউন্টিং বাকি। শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। কিন্তু অক্সিজেন দেওয়ার লোক নেই।
মহিলার কথায়, "এক মহিলা ডাক্তারের সঙ্গে যা হয়েছে তা খারাপ হয়েছে। দোষীর শাস্তিও চাই। কিন্তু আমাদের রোগীর কিছু হলে কে দায় নেবে। অবিলম্বে ডাক্তার কাজ শুরু করুন, এটাই আমরা চাই।"
রোগী পরিবারের বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী রোগী আত্মীয়দের বিক্ষোভ চলছে।
এদিকে আর জি করের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনে পড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়াদের ধর্ণা কর্মসূচি। সব মিলিয়ে প্রায় ৭০০ জন শনিবার থেকে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন।