শেষ আপডেট: 4th August 2024 17:30
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: খাল পেরিয়ে চাষের জমিতে যেতে হয়। ব্রিজ না থাকায় সাঁতার কেটে খাল পার হন চাষিরা। সেই খাল সাঁতরে পেরতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা। স্রোতেসিনী সেই খালের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক চাষির। এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের পাটীতগ্রামে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা
রায়বাঁধ খালের উপর দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। কিন্তু সেই দাবি এখন পূরণ হয়নি। ফলে পাটীতগ্রামের বাসিন্দাদের সাঁতরে খাল পার করতে হয়। তা না হলে ঘুরপথে জমিতে চাষ করতে যেতে হয়। তাই সময় বাঁচাতে সাঁতার কেটে খাল পার হন চাষিরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন লাগাতার ভারি বর্ষণে খালের জল অনেকটাই বেড়ে গেছে। এদিন সকালে জমির দিকে যাচ্ছিলেন ৫৪ বছরের উপানন্দ মণ্ডল। তিনি সাঁতার কেটে খাল পার করছিলেন। আচমকাই স্রোতে তলিয়ে যান।
আত্মীয়রা জানিয়েছেন, উপানন্দবাবু পাত্রসায়ের ব্লকের বালসি গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে পাটীগ্রামে তার মামার বাড়িতে থাকতেন। সেখানে চাষের কাজ করতেন। বহু খোঁজাখুঁজির পর বিপর্যয় মোকাবিলা বাহিনী তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।