শেষ আপডেট: 2nd October 2024 14:48
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ফের বেফাঁস বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ডাক্তারদের ঘাড় ধরে ঘরে ঢুকিয়ে তালা মেরে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক।
ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে বিজেপি। বুধবার এই অভিযোগ তুলে বিজেপি অবরোধ কর্মসূচি নিয়েছিল। নিয়োগের ক্ষেত্রে সুপার ও তৃণমূল সভাপতির গভীর আঁতত রয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক অমরনাথ শাখা। একই সঙ্গে ডাক্তারদের নিশানা করলেন তিনি। বললেন, 'ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল ঘেরাও করব। প্রত্যেকটির ডাক্তারকে ঘাড়ে ধরে একটা ঘরে ঢুকিয়ে চাবি দিয়ে রাখব।'
পুজোর মুখে ওন্দার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ২৮ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে। অমরনাথের অভিযোগ, সেই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি হয়েছে। ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুমার বীট লক্ষ লক্ষ টাকার নিয়ে এই ২৮ জনকে চাকরি দিয়েছেন। এই ঘটনার সঙ্গে হাসপাতালের ডাক্তাররাও জড়িত।
বুধবার বাঁকুড়া-বিষ্ণুপুর ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। সেই কর্মসূচিতে নেতৃত্ব দেন অমরনাথ। রাস্তা উপর বসে পড়ে তাঁরা স্লোগান তোলেন। অমরনাথবাবু বলেন, " কিছু পয়সা পাইয়ে দেওয়া জন্য তৃণমূল তাঁদের বাছাই করার লোকেদের হাসপাতালে চাকরি দিয়েছে। কাউকে সত্তর হাজার, কাউকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে। এখানে ওন্দার কিছু রয়েছে। বাকি সকলেই বাইরের লোক।"
তাঁর কথায়, "সামনেই দুর্গাপুজো আসছে। বাড়িতে মা বোন, স্ত্রী রয়েছে। তাদের এই দুর্নীতির পয়সা দিয়ে উপহার দিচ্ছেন তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা।" কর্মসূচি শেষ করার আগেই ডাক্তারদেরও এক হাত নেন অমরনাথ। তিনি বলেন, 'ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ঘেরাও করব। প্রত্যেকটির ডাক্তারকে ঘাড়ে ধরে একটা ঘরে ঢুকিয়ে চাবি দিয়ে রাখব।'
শুধু অমরনাথই নন, এই ঘটনার বিরোধিতা করে তৃণমূলের একাংশও সরব হয়েছে। এদিনই রামসাগর অঞ্চল তৃণমূল সভাপতি সোমনাথ পাঁজা ও তৃণমূল নেতা পবিত্র লায়েকের নেতৃত্বে ওন্দা হাসপাতাল ঘেরাও করে তৃণমূল। তাঁদেরও দাবি, "নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুমার বীট টাকা নিয়ে ২৮ জন কর্মীকে হাসপাতালে চাকরি দিয়েছেন।"
যাঁর বিরুদ্ধে ঘরে-বাইরে অভিযোগ, ওন্দার সেই ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুমার বীটের দাবি, "এজেন্সি মাধ্যমে নিয়োগ অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে। যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁরা সকলেই ওন্দার বাসিন্দা। নিয়োগের ক্ষেত্র কোনও রাজনৈতিক রঙ দেখা হয়নি। স্থানীয় এক গ্রামপঞ্চায়েতের বিজেপি সদস্যও এখানে চাকরি পেয়েছেন। এজেন্সি স্বচ্ছ ভাবে হাসপাতালে নিয়োগ দিয়েছে।"