শেষ আপডেট: 29th October 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুইয়ের ক্ষত শুকোয়নি এখনও। ফের ঘরে আগুন লাগানোর অভিযোগ। ঘর ছেড়ে পালানোয় প্রাণহানি হয়নি। তবে ঘরে থাকা সর্বস্ব পুড়ে যাওয়ায় খোলা আকাশের নীচে আসমা খাতুনের পরিবার।
সিউড়ি থানা এলাকার নহদহরী গ্রামে বাড়ি আসমাদের। তাঁর অভিযোগ, তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা কর্মী সোমবার রাতে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘর-আসবাব সমস্ত পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এমনকী টাকা ও গয়নাগাটিও বাঁচাতে পারেননি। কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। তিনি জানান, সোমবার রাতে বেশ কয়েকজন লোক তাঁদের বাড়ি চড়াও হয়। বাড়িতে সেই সময় কোনও পুরুষ সদস্য ছিলেন না। ওই দুষ্কৃতীরা তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ি থেকে বার করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দমকল পৌঁছনোর আগেই পুরো বাড়ি ভস্মীভূত হয়।
আসমা বলেন, "আমার বাবা বেশ কিছুদিন ধরেই বাড়িছাড়া। তৃণমূলের অত্যাচারের জেরে বাড়ি ফিরতে পারেন না দাদাও। এখন মা আর বৌদিকে নিয়ে থাকি। বাড়ির পাশের জমিটা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের উপর চাপ দেওয়া হচ্ছে। কাকাকেও ফাঁসিয়ে দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে। আমাদের কাছে আর কানাকড়িও নেই।"
তৃণমূল নেতা বাবু আনসারি ও তাঁর দলবলের বিরুদ্ধে আসমার পরিবার অভিযোগ করলেও সেই অভিযোগ অস্বীকার করেছে বাবু। তিনি বলেন, "এসব আসলে জমি মাফিয়াদের কাজ। কেন আমার দিকে অভিযোগের আঙুল তোলা হল, তা বুঝতে পারছি না।"
বছর দুয়েক আগে বগটুই গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। ২০২২ সালের ২২ মার্চ সন্ধেয় বগটুই গ্রামের মোড়ে দাঁড়িয়ে থাকার সময় বোমার আঘাতে মৃত্যু হয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ভাদু শেখ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তিনি খুন হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই রাতেই ঘটে নারকীয় বগটুই গণহত্যা। বাড়ির দরজায় বাইরে থেকে তালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পালানোর সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল আটজনের। পরে হাসপাতালে মারা যান আরও দুজন। এই ঘটনায় তৃণমূল নেতা ভাদু ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। সিউড়ি থানা এলাকার নহদহরী গ্রামে সোমবার রাতের অগ্নিকাণ্ডে ফের বগটুইয়ের স্মৃতি ফিরল। যদিও বাড়ির উপরে থাকা ইলেকট্রিক পোল থেকে শর্ট সার্কিটের জেরে আগুন ধরেছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। নহদহরী গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।