শেষ আপডেট: 29th September 2024 16:06
দ্য ওয়াল ব্য়ুরো, বীরভূম: মঙ্গলবার বাড়ি ফিরেছেন 'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডল। সেদিন বাড়ির পার্টি অফিসে বসে মেয়েকে কাঁদতে দেখে, আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এবার কঙ্কালীতলায় পুজো দিতে গিয়ে হাপুস নয়নে কাঁদতে দেখা গেল 'দোর্দণ্ডপ্রতাপ' এই তৃণমূল নেতাকে।
রবিবার মেয়ে সুকন্যাকে নিয়ে শক্তিপীঠে পুজো দিতে গেছিলেন অনুব্রত। হাতজোড় করে দেবীর কাছে প্রার্থনার সময়ে কেঁদে ভাসান তিনি। পুজো শেষ হওয়ার পরে মেয়ের হাত ধরে মন্দির থেকে বেরিয়ে আসেন।
ফিরে যাওয়ার সময়ে অনুব্রত জানান, কঙ্কালীতলায় পুজো দিয়ে তিনি দেবীর কাছে মেয়ে সুকন্যা ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেছেন। তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শক্তিপীঠ সংস্কারের জন্য টাকা দিয়েছেন। কঙ্কালীতলায় সংস্কারের বেশ কিছু কাজ এখনও বাকি আছে। দুর্গাপুজোর পরে কাজ শুরু হবে।
প্রায় দুবছর পরে গরুপাচার মামলায় দিল্লির রাইস এভিনিউ আদালত তাঁকে জামিন দিয়েছে। তিহাড় থেকে বাড়ি ফিরেছেন অনুব্রত। বোলপুরের নিচুপট্টি এলাকা ফের সেজে উঠেছে। পরিষ্কার করা হয়েছে তাঁর বাড়ি-পার্টি অফিস। অনুব্রত মণ্ডলের ছবি ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। অনুব্রত মণ্ডলের ওজন কমলেও শরীরির ভালো নেই। পায়ে সমস্যা রয়েছে। হাতে হাঁটতে চলতেও অসুবিধা হওয়া মেয়ে সুকন্যাকে সারাক্ষণ বাবার পাশে পাশে থাকতে দেখা যাচ্ছে। এদিনও বাবা-মেয়েকে একই সঙ্গে দেখা যায় কঙ্কালীতলায়ও।
পুজো দিয়ে অনুব্রত বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সতীপীঠকে সাজিয়েছেন। তিনি কঙ্কালীতলাকে ঢেলে সাজিয়েছেন। এমন কোনও পীঠস্থান নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য করেননি। তিনি বক্রেশ্বরেও টাকা দিয়েছেন পাথরচাপড়িতে টাকা দিয়েছেন।"