শেষ আপডেট: 24th September 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সম্ভবত মঙ্গলবার বীরভূমে পা রাখতে চলছেন অনুব্রত মণ্ডল। দিল্লি সূত্রে জানা গিয়েছে, নিজভূমে পা রাখার আগে নিরাপত্তারক্ষী চেয়েছেন 'বীরভূমের বাঘ'। সরকারিভাবে কোনও নিরাপত্তা দেওয়া হবে কি না, এ বিষয়ে স্পষ্টত কিছু জানা যায়নি। তবে বেসরকারি ভাবে নিরাপত্তারক্ষী রাখা হতে পারে বলে খবর।
সোমবারেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বীরভূমে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে অনুব্রতর নিরাপত্তা নিয়ে কোনও প্রসঙ্গে উঠবে, কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
'কেষ্টদা' আসার প্রস্তুতি শুরু করেছেন দলের নেতারা। সিউড়ি,বোলপুরে সহ গোটা বীরভূমে এখন সাজ সাজ রব। ২৫ মাস পরে নিচু পট্টির বাড়ি আসতে চলেছেন। তাই সোমবার থেকে সেই বাড়িতে ঝাড়াই-মোছাইয়ের কাজ চলছে। একই সঙ্গে সিউড়ি দলীয় কার্যালয় পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বসানো হচ্ছে ফ্লেক্স। তাঁর নামের বোর্ড বসে সেখানে। কার্যলয়ের তাঁর বসার ঘরেও সাজানোর কাজ চলছে।
এদিকে বোলপুর ব্যবসায়ী সমিতি ও বোলপুর রেল ময়দান দুর্গাপুজো কমিটির উদ্যোগে লাগানো হয়েছে তোরণ। যেখানে লেখা 'সু-স্বাগতম অনুব্রত মণ্ডল'। সূত্রে খবর মঙ্গলবার অনুব্রত ফিরলেন তাঁর সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল সুপ্রিমো।
রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, 'কেষ্টকে বীরের বরণ' করতে৷ সেই মতোই প্রস্তুতি চলছে বীরভূম ৷ বোলপুরের বিধায়ক আরও বলেন, "এখন অনুব্রত মণ্ডল কখন ছাড়া পান ও কোনও বিমানে আসেন তার অপেক্ষায় রয়েছেন সকলে। মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেই মতো দল চলবে ৷"
গরুপাচার ও আর্থিক তছরুপে দুবছরের বেশি সময়ে ধরে তিহাড় জেলে বন্দি ছিলেন অনুব্রত। তারপর থেকে বীরভূমে সংগঠন আঁচ পড়েছিল। সম্প্রতি ইডির করা মামলায় রাউস অ্যাভিনিউ আদালত জামিন দিয়েছে অনুব্রত মণ্ডলকে। তাঁর আগে অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলও জামিনে ছাড়া পেয়েছেন।