শেষ আপডেট: 28th January 2025 10:27
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে কেষ্টকে গ্রেফতার করে সিবিআই। সেই থেকেই বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত জেলবন্দি ছিলেন।
জেল খেটে ২৫ মাস পর বাড়ি ফিরেছিলেন অনুব্রত। গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে।
তিহাড় জেল থেকে কিছুদিন আগেই ছাড়া পেয়েছেন কেষ্ট। জেলার রাজনীতিতে স্বমহিমায় ফিরেছেন তিনি। সভা করছেন, বৈঠকও করছেন। এই আবহেই ধুমধাম করে উদ্বোধন হল কেষ্ট মণ্ডলের "ফ্যান ক্লাব"। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বীরভূমের সিউড়িতে "অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব" তৈরি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় "অনুব্রত মণ্ডল জিন্দাবাদ" স্লোগান দিয়ে ক্লাবের উদ্বোধন করেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা-কর্মীরাও।
তার পর থেকেই জোর বিতর্ক শুরু হয়েছে এলাকায়। অভিযোগ উঠছে ফুটপাথ দখল করে "ফ্যান ক্লাব" তৈরি করা হয়েছে।
যেখানে খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাথ খালি করার নির্দেশ দিচ্ছেন, সেখানে সিউড়িতে এভাবে ফুটপাথের উপর কী করে "ফ্যান ক্লাব" তৈরি হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
এলাকাবাসী আরও অবাক এই দেখে যে বিধায়ক নিজেই এই ক্লাব উদ্বোধন করেছেন। অবশ্য বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, রাস্তা থেকে তিন ফুট ছাড় রেখেই এই ফ্যান ক্লাব তৈরি করা হয়েছে। জানিয়ে দিয়েছেন, প্রশাসন চাইলে এই ক্লাব সরিয়েও দেওয়া হবে।