শেষ আপডেট: 18th October 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: কুমারী নদীতে ফের এক মহিলার পচাগলা দেহ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। বুধবার বরাবাজার থানার সিন্ধ্রি এলাকায় কুমারী নদীর চর থেকে উদ্ধার হয় তরুণী ক্ষতবিক্ষত দেহ। বালির মধ্য়ে পুঁতে রাখা হয়েছিল দেহ। এই ঘটনার দুদিনের মধ্যে বৃহস্পতিবার মানবাজার থানা এলাকার দেলদোরিয়া এলাকা দিয়ে কুমারী নদী থেকে উদ্ধার হয় আরও এক মহিলার দেহ। এই দুই ঘটনার সঙ্গে কোনও সংযোগ রয়েছে কি না তানিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার তাঁরা নদীপাড়ে গিয়েছিলেন। নদীতে এক মহিলার পচাগলা দেহ দেখতে পান। পর পর এমন দুই ঘটনা ঘটায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, অন্যত্র কোথায় খুন করে দুষ্কৃতীরা নদীতে লাশ ফেলে দিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ওই মহিলার পচাগলা দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে তারা।
বুধবারের তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় এখনও তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ। এই বিষয়ে জেলা পুলিশের তরফ থেকে এখনও কোনও সাংবাদিক বৈঠক করা হয়নি। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ওড়নার নিয়ে গলায় ফাঁস লাগিয়ে তরুণীকে খুন করার পর নদীচরে পুঁতে দেওয়া হয়েছিল। নদীচরে পুঁতে ফেলার ২৪ ঘণ্টা আগে তরুণীকে খুন করা হয়। তারপরে ভারি কিছু দিয়ে মাথা আঘাত করা হয়েছিল। তরুণীর বয়স ২০-২২-র মধ্যে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও জামা। গলায় জড়ানো ছিল ওড়না। মুখে কয়েকটি ক্ষতচিহ্নও ছিল।
ঘটনাস্থল থেকে ১৭ কিলোমিটার দূরে রয়েছে ঝাড়খণ্ড। এছাড়াও এলাকায় মধ্যে থেকে ঝাড়খণ্ড যাওয়ার বেশ কয়েকদিন রাস্তা রয়েছে। সেই সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অনেকের অনুমান, তরুণী ঝাড়খণ্ডের বাসিন্দা হতে পারে। সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের সমস্ত থানাকে এবিষয়ে জানানো হয়েছে। তরুণীর পরিচয় জানাতে আপ্রাণ চেষ্টা করছেন তদন্তকারীরা।