শেষ আপডেট: 6th November 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: শুল্ক বিভাগের অফিসার ও সেনা জওয়ান সেজে লুঠপাট চালানোর ছক! পুলিশের হাতে ধরা পড়ে গেল এক ছিনতাইকারী। ভেস্তে গেল সমস্ত ছক। দলের বাকি ২ সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার ঘটনাটি ঘটে নলহাটি থানার লোহাপুর বাজারে।
রামপুরহাটের বড়জোরা গ্রামের বাসিন্দা অনুপ মণ্ডল। তিনি স্ত্রী, ছেলেকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদের জীবন্তি থেকে রামপুরহাটের বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় বীরভূম মুর্শিদাবাদ সীমান্তবর্তী মোড়গ্রামে বাস ধরার জন্য সপরিবারে অপেক্ষা করছিলেন। ওই সময় এক ব্যক্তি নিজেকে সেনা জওয়ান হিসাবে পরিচয় দিয়ে হিন্দিতে কথা বলতে শুরু করে। অনুপবাবু ও তাঁর পরিবারকে তাদের গাড়িতে করে রামপুরহাটে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। গাড়িতে শুল্ক বিভাগের স্টিকার দেখে কোনও সন্দেহ হয়নি অনুপের। তিনিও জওয়ানের প্রস্তাবে রাজি হয়ে যান। গাড়িতে আরও দুজন বসেছিল। তারা নিজেদের শুল্ক বিভাগে অফিসার হিসাবে পরিচয় দিয়েছিল। তাই স্ত্রী সন্তানকে নিয়ে অনুপ তাদের গাড়িতে উঠে পড়েন।
গাড়ি কিছুটা এগোতেই অনুপ বুঝতে পারেন, তিনি ছিনতাইকারীদের খপ্পরে পড়েছেন। ১৪ নম্বর জাতীয় সড়কে দিয়ে নলহাটি ঢোকার আগে অনুপ কাছ থেকে সোনার আংটি, ২ হাজার টাকা এটিএম কার্ড সহ কার্ডের পিন নম্বর পর্যন্ত নিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপরেই নলহাটির গোপালপুর পেট্রোল পাম্পের মাঝখানে কলিঠা মোড় নামে একটি জায়গায় নামিয়ে দেয় তাদের। এরপরে গাড়ি ঘুরিয়ে মোড়গ্রামের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
সেই সময়ে উপস্থিত বুদ্ধি কাছে লাগিয়ে অনুপ কলিঠা মোড়ে কর্তৃব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে ঘটনাটি জানান। ঘটনা শুনেই তৎপর হল ওই ভলান্টিয়ার। তিনি লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে কর্তৃব্যরত সিভিক ভলান্টিয়ারকে গাড়িটি পিছু নিতে বলেন। সেখানেই তখন কর্তব্যরত তিন সিভিক ভলান্টিয়ার শিশ মহাম্মদ, হুমায়ুন কবির ও মুরশালিম শেখ ছিনতাইকারীদের গাড়ি চিহ্নিত করে তার পিছু নেন। অবশেষে লোহাপুর বাজারের কাছে গাড়িটিকে আটক করে।
ওই সময় গাড়িতে থাকা দু'জন দৌড়ে পালিয়ে যায়। কিন্তু গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করে পুলিশ।পলাতক দুই অভিযুক্তকে আটক করতে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে সে উত্তরপ্রদেশের বাসিন্দা।