খয়রাশোলের নিখোঁজ যুবকের টুকরো টুকরো দেহ মিলল বস্তায়-প্রতীকী চিত্র
শেষ আপডেট: 6th November 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কয়েকদিন আগে পুরুলিয়ার নদীচর থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। এবার বীরভূমের কয়লা খাদানের জলাশয়ের পাশ থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, দেহ টুকরো টুকরো করে বস্তার ভিতরে ঢোকানো ছিল। বীরভূমের কাঁকড়তলা থানার খয়রাশোলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়।
স্থানীয় বাসিন্দারা দাবি করতে থাকেন, পরকীয়া সম্পর্কের জেরেই ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে। 'রক্তের বদলা রক্ত' এই দাবি তুলে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়। এক সময়ে রণক্ষেত্রের চেহারা নেই গোটা এলাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ইনসান শেখ (৩৮)। তাঁর বাড়ি খয়রাশোল ব্লকের সাহাপুরে। গত তিনদিন ধরে তিনি যুবক নিখোঁজ ছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক সঙ্গে এক মহিলার পরকীয়া সম্পর্ক ছিল। সেই মহিলার খোঁজ করছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাতে ইনসানকে নৃশংসভাবে খুন করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বিষয়টি স্পষ্ট হবে।
বুধবার সকালে স্থানীয়রা খয়রাশোল ব্লকের জলাশয়ের পাশে একটি পরিত্য়ক্ত বস্তা দেখতে পান। ওই বস্তা রক্তে ভিজে গেছিল। তা দেখে অনেকে সন্দেহ হয়। বস্তা খুলতেই আঁতকে ওঠেন তাঁরা। দেখেন, ওই যুবকের টুকরো করা দেহ বস্তায় লুকিয়ে রাখা হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তোলেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দেহ উদ্ধারে পুলিশকে বাধা দেন গ্রামবাসীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। পরে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।