শেষ আপডেট: 26th September 2020 07:15
কৃষি বিলের বিরোধিতায় এনডিএ ছাড়ল অকালি দল
দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে কৃষি বিলের প্রতিবাদে পদত্যাগ করেছিলেন অকালি দলের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। শনিবার এনডিএ ছাড়ল বিজেপির সবচেয়ে পুরানো জোট শরিক অকালি দল। অকালি দলের সর্বোচ্চ নেতা সুখবীর সিং বাদল এদিন চণ্ডীগড়ে বলেন, কৃষি বিল নিয়ে পার্টির কোর কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে স্থির হয়েছে, এনডিএ থেকে বেরিয়ে আসা হবে। সুখবীরের মতে, কৃষি বিলগুলি কৃষকদের জন্য বিপর্যয় ডেকে আনবে। পরে সুখবীর বলেন, এনডিএ কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে রাজি নয়। তাছাড়া পাঞ্জাব ও শিখদের নিয়ে নানা ইস্যুতে অকালি দলের সঙ্গে এনডিএ-র মতবিরোধ ছিল। বার বার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার পাঞ্জাবি ভাষাকে জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষার মর্যাদা দিতে রাজি হয়নি। শিবসেনা ও তেলুগু দেশমের পর শিরোমণি অকালি দলের মতো বিজেপির আরও এক গুরুত্বপূর্ণ শরিক এদিন এনডিএ জোট ছাড়ল। সুখবীর বলেন, অকালিরা শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দাঁড়াবে। পাঞ্জাবের জনগণ, বিশেষত কৃষকদের স্বার্থরক্ষার জন্য দল কাজ করে যাবে। শুক্রবার কৃষি বিলের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ হয়। এদিন সকাল থেকেই গোটা দেশজুড়ে রাস্তায় নেমে পড়েন লক্ষ লক্ষ কৃষক। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের মতো কৃষি প্রধান রাজ্যে বিক্ষোভ চলছিলই। এদিন তা আরও তীব্র আকার নেয়। পশ্চিম ও উত্তর ভারতের একাধিক রাজ্যে রেল লাইনে বসে পড়েন কৃষকরা। একাধিক বিজেপি শাসিত রাজ্যেও বিশাল বিশাল মিছিল বেরোয় কৃষি বিল প্রত্যাহারের দাবিতে। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও কৃষক বিক্ষোভ হয় পাল্লা দিয়ে। ত্রিপুরার রাজধানী শহর আগরতলায় একাধিক জায়গায় বাম গণসংগঠনগুলির রাস্তা অবরোধে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বাংলাতেও জেলায় জেলায় পথে নেমে পড়ে বাম-কংগ্রেস। বাঁকুড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনার গ্রামীণ অঞ্চল-সহ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সর্বত্র বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জাতীয় সড়ক অবরোধ হয় বহু জেলায়। যদিও তৃণমূলের কৃষক সংগঠনকে রাজ্যের কোথাও সে ভাবে রাস্তায় নামতেই দেখা যায়নি।