শেষ আপডেট: 2nd July 2023 11:05
দ্য ওয়াল ব্যুরো: বাংলা? নাকি পাঞ্জাব? গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। ঠিকই একইভাবে স্কুলে চাকরিপ্রার্থীদের উপর লাঠিচার্জ, টেনে হিঁচড়ে তাঁদের তুলে দেওয়া। একইভাবে জোর জবরদস্তি তাঁদের থানায় নিয়ে যাওয়ার জন্য বাসে তোলা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার টুকরো টুকরো ছবি ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেরই বাংলায় চাকরিপ্রার্থীদের আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে।
স্কুলের চাকরিতে নিরাপত্তার দাবিতে পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের বাড়ির দিকেদলবদ্ধভাবে রওনা হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এডুকেশন প্রোভাইডার্স ইউনিয়নের সদস্যরা গত ১৪ জুন থেকেই সাংরুরে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর ভাড়া করা বাসস্থান থেকে মাত্র ২ কিলোমিটার দূরে খুরানায় বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁদের দাবি, আন্দোলনরত শিক্ষকরা দাবি করেছেন যে আপ সরকার শিক্ষা বিভাগের ১৪,২৩৯ জন শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের 'রেগুলার' করলেও তাঁরা সেই তালিকা থেকে বাদ পড়েছেন। সরকার তাঁদের সেই শিক্ষকদের স্কেল অনুযায়ী বেতন দেয়নি এবং কর্মচারীরা যে অন্যান্য সুবিধা পান তাও দেয়নি বলে অভিযোগ।
২ সপ্তাহ ধরে বিক্ষোভ দেখানো সত্ত্বেও সরকার তাঁদের দাবিতে কর্ণপাত না করায় প্রতিবাদী শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তাঁর বাসভবনের দিকে এগোচ্ছিলেন। এরপরেই রাস্তায় ব্যারিকেড বসিয়ে তাঁদের আটকে দেয় পুলিশ। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। প্রতিবাদীদের উপর লাঠিচার্জ করে, টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। তাঁদের সমর্থনে যে সব কৃষক এগিয়ে এসেছিলেন তাঁদেরও বেধড়ক মারা হয়েছে বলে দাবি।
যদিও পুলিশের দাবি, প্রতিবাদীদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। এমনকী, পুলিশের সঙ্গেও তাঁরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ। এরপরেই তাঁদের জোর করে থামিয়ে দিতে বাধ্য হয়, দাবি পুলিশের। অন্যদিকে প্রতিবাদীরা জানাচ্ছেন, তাঁরা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু পুলিশ এসে লাঠিচার্জ করে মহিলাদের জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।
'আমরা আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তো বটেই, সঙ্গে তাঁদের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করারও চেষ্টা করেছি। যাঁদের আটক করা হয়েছে তাঁদের পরে ছেড়ে দেওয়া হবে। আন্দোলনকারীরা আক্রমণাত্মক হয়ে উঠছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তে সামান্য শক্তি প্রয়োগ করতে হয়েছিল। তবে ওঁরা সহযোগিতা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে,' জানিয়েছেন পুলিশের একজন সিনিয়র অধিকারিক।
আপাতত দুপক্ষের মধ্যে বৈঠকের কথা ওঠার পর বন্ধ রয়েছে প্রতিবাদ। তবে আগামী ৪ জুলাই সাংরুরে একটি বড় বিক্ষোভের ঘোষণা করেছেন আন্দোলনকারীরা যেখানে সারা পাঞ্জাব থেকে অস্থায়ী শিক্ষকরা জড়ো হবেন।
গীতলদহে তৃণমূল নেতাকর্মীদের ফের মারধরের অভিযোগ! হাসপাতালে দেখতে ছুটলেন রাজ্যপাল বোস