শেষ আপডেট: 25 April 2023 05:44
দ্য ওয়াল ব্যুরো: বিবাহিতা তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু ২০ বছর বয়সি তরুণী তাতে রাজি হননি। সেই রাগেই প্রেমিকার বাড়িতে ঢুকে তাঁর দেড় বছরের শিশু সন্তানকে ফুটন্ত জলের (boiling water) বালতিতে চুবিয়ে মারল প্রেমিক!
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল গত ৬ এপ্রিল পুণের (Pune) পিম্পরি ছিঁচওয়াড় এলাকায়। তবে তা সামনে এসেছে সম্প্রতি। অভিযুক্তের নাম বিক্রম কোলেকার। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২০ বছরের তরুণী কিরণের। কিরণ বিবাহিত, এবং তাঁর দেড় বছরের একটি সন্তানও ছিল। তবে সন্তানকে নিয়ে স্বামীর থেকে আলাদাই থাকতেন কিরণ।
সূত্রের খবর, তাঁর সঙ্গে খেদ এলাকার বাসিন্দা বিক্রমের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি বিয়ের জন্য কিরণকে চাপ দিচ্ছিল সে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তরুণী। তাতে খেপে ওঠে বিক্রম। সূত্রের খবর, ৬ এপ্রিল সে তরুণীর বাড়িতে ঢুকে তাঁর শিশু সন্তানকে ফুটন্ত গরম জলের বালতিতে একাধিকবার ডোবাতে থাকে। ঘটনার সময় সেখানে কিরণ ছিলেন না। তবে ছেলের চিৎকারে তিনি ছুটে আসেন। ততক্ষণে অবশ্য পালিয়েছিল বিক্রম। গুরুতরভাবে পুড়ে যাওয়া অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন কিরণ। কিন্তু সেখানে তার মৃত্যু হয়।
তরুণী ভেবেছিলেন, শিশুটি ভুল করে গরম জলের বালতিতে পড়ে গেছে। তাই থানায় সেই মর্মে তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু ঘটনার দিন বিক্রমের কীর্তি দেখে ফেলেছিল কিরণের এক প্রতিবেশী। তিনি প্রথমে ভয়ে কাউকে কিছু জানাননি। তবে পরে তিনি মুখ খোলেন। তাঁর বয়ানের ভিত্তিতেই বিক্রমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
অসন্তীর মুখে বাংলা শুনেই সন্দেহ বেনারসে আসা পর্যটকদের, অবশেষে ২১ বছর পর ফেরা হল মুর্শিদাবাদ