Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধনতিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার
holiday classes

সিলেবাস শেষ করতে পুজোর ছুটিতেও ক্লাস! পদোন্নতি, ব়্যাঙ্কিংয়ের কথা শোনাচ্ছে স্কুল

পদোন্নতি, ব়্যাঙ্কিংয়ের মতো বিষয়গুলিকে কাজে লাগাতে চাইছে স্কুলগুলি।

সিলেবাস শেষ করতে পুজোর ছুটিতেও ক্লাস! পদোন্নতি, ব়্যাঙ্কিংয়ের কথা শোনাচ্ছে স্কুল

শেষ আপডেট: 25 October 2023 07:16

দ্য ওয়াল ব্যুরো: নানাবিধ কারণে চলতি বছরের একটা বড় অংশ সময় বন্ধ ছিল স্কুল। ফলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বহু বিষয়ের সিলেবাস শেষই করা যায়নি। এদিকে ফাইনাল পরীক্ষার আগেও বিশেষ সময় নেই। তাই দ্রুত সিলেবাস শেষ করতে পুজোর ছুটিতে বাড়তি ক্লাসের ব্যবস্থা করতে চলেছে রাজ্যের একাধিক স্কুল।

সূত্রের খবর, অধিকাংশ স্কুলের কাছে এছাড়া বিকল্প কোনও উপায় নেই। যদিও পুজোর ছুটিতে শিক্ষকরা ক্লাস নেবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এক্ষেত্রে পদোন্নতি, র‌্যাঙ্কিংয়ের মতো বিষয়গুলিকে কাজে লাগাতে চাইছে সংশ্লিষ্ট স্কুলগুলি।

কলকাতার একটি নামী স্কুলের প্রধান শিক্ষকের কথায়, এবার থেকে স্কুল শিক্ষকদের পদোন্নতি শুরু করছে রাজ্য সরকার। শিক্ষকদের পড়ানোর মান, ধরন, বাড়তি উদ্যোগ নেওয়ার উৎসাহ প্রভৃতি খতিয়ে দেখা হবে। একই সঙ্গে স্কুলের জন্যও রাজ্য চালু করেছে র‌্যাঙ্কিং। বুধবার এই বিষয়ে শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা পুজোর ছুটিতে ক্লাস করার জন্য এই বিষয়গুলিকে শিক্ষকদের কাছে মোটিভেশন হিসেবে তুলে ধরতে চাইছি।

পঞ্চায়েত ভোট, প্রাকৃতিক বিপর্যয় সহ নানাবিধ কারণে চলতি বছরে মাত্র কয়েকমাস ক্লাস হয়েছে। স্বাভাবিকভাবেই অধিকাংশ বিষয়েরই সিলেবাস শেষ হয়নি। এদিকে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়াটাও সম্ভব নয়। আবার পুজোর ছুটিতে বাড়তি ক্লাসের ব্যবস্থা না করা হলে সিলেবাস শেষ করাও সম্ভব হবে না। এমন আবহে বুধবার রাজ্যের তরফে র‌্যাঙ্কিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই বাড়তি ক্লাসের তৎপরতা শুরু হয়েছে স্কুল কর্তৃপক্ষের অন্দরে।

যদিও স্কুল কর্তৃপক্ষের বাড়তি ক্লাস নেওয়ার উদ্যোগ কতখানি ফলপ্রসূ হবে তা নিয়ে মতান্তরও রয়েছে। কারণ, এর আগে শনিবার বা সপ্তাহের অন্য দিনে বাড়তি ক্লাস নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। তাছাড়া পুজোর ছুটিতে অনেক শিক্ষক, শিক্ষিকারা বাইরে বেড়াতে যান। ফলে সিলেবাস শেষ করতে বাড়তি ক্লাস নেওয়ার উদ্যোগ কতখানি সফল হবে তা নিয়ে প্রশ্ন থাকছে শিক্ষকদের মধ্যে।


ভিডিও স্টোরি